এবার রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা অধ্যাপকদের, কর্মবিরতির হুঁশিয়ারি

কলকাতা: শিক্ষকদের পর এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা৷ অভিযোগ, অন্যান্য রাজ্যে চালু হলেও বাংলায় কার্যকর হচ্ছে না নয়া বেতনক্রম৷ আর এই অভিযোগ তুলে আন্দোলনে নামার ডাক অধ্যাপকদের৷ জুটার সাধারণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে৷ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনকেও মাঠে নামার আহ্বান জানানো

এবার রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা অধ্যাপকদের, কর্মবিরতির হুঁশিয়ারি

কলকাতা: শিক্ষকদের পর এবার বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা৷ অভিযোগ, অন্যান্য রাজ্যে চালু হলেও বাংলায় কার্যকর হচ্ছে না নয়া বেতনক্রম৷ আর এই অভিযোগ তুলে আন্দোলনে নামার ডাক অধ্যাপকদের৷

জুটার সাধারণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে৷ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনকেও মাঠে নামার আহ্বান জানানো হয়েছে৷ সরকার চলতি মাসের মধ্যে যদি নয়া বেতনক্রম কার্যকর করার পদক্ষেপ না করে, তাহলে শিক্ষকতা ছাড়া অন্যান্য কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেন অধ্যাপকদের একাংশ৷ কর্মবিরতি কিংবা অনশনে বসার পরিকল্পনা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে সংগঠনের তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =