কলকাতা: রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে কর্মরত হোমিওপ্যাথিক ডাক্তারদের বেতন বৈষম্য, ছ’ঘণ্টা ও তার বেশি কাজ করেও পার্ট টাইম তকমা দেওয়া, পরিকাঠামোগত উন্নতির দাবি ইত্যাদি ইস্যুতে সোচ্চার হলেন তৃণমূলপন্থী হোমিওপ্যাথিক চিকিৎসকরা৷
এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃণমূলপন্থী ডাক্তার সংগঠন পিডিএ’র গ্রাম পঞ্চায়েত হোমিওপ্যাথিক সার্ভিস শাখার সম্মেলন ছিল৷ সেখানে পিডিএ সভাপতি ডাঃ নির্মল মাজি, পিডিএ’র হোমিওপ্যাথিক শাখার অন্যতম শীর্ষ নেতা ডাঃ শ্যামল মুখোপাধ্যায় প্রমুখের সামনেই তাঁরা এইসব দাবি তোলেন৷