শিক্ষক নিয়োগে দাবিতে এবার আমরণ অনশনের ডাক, তুঙ্গে আপারের শূন্যপদ বৃদ্ধির দাবি

আজ বিকেল: শূন্যপদে বিভ্রাটের জেরে থমকে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ ফলে, ঝুলেই রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ বড়সড় আন্দোলনে নামার পাশাপাশি উচ্চ-প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়ে এবার সরব চাকরি-প্রার্থীদের একাংশ৷ জানা গিয়েছে, ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের

শিক্ষক নিয়োগে দাবিতে এবার আমরণ অনশনের ডাক, তুঙ্গে আপারের শূন্যপদ বৃদ্ধির দাবি

আজ বিকেল:  শূন্যপদে বিভ্রাটের জেরে থমকে নবম-দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ ফলে, ঝুলেই রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ বড়সড় আন্দোলনে নামার পাশাপাশি উচ্চ-প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়ে এবার সরব চাকরি-প্রার্থীদের একাংশ৷

জানা গিয়েছে, ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের অন-স্পট কাউন্সেলিংয়ের দাবিতে এবার জোরালো আন্দোলনের ডাক ওয়েটিং লিস্ট ফোরামের৷ হাতে হাতে নবম-দশমে দ্বিতীয় কাউন্সেলিং, একাদশ-দ্বাদশে তৃতীয় দফায় কাউন্সেলিংয়ের দিন স্থির করে বিজ্ঞপ্তি জারির দাবিতে কমিশনের দফতর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ তবে, প্রশাসনিক অনুমতির সংক্রান্ত জটিলতার কারণে এখনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷ তবে, আগামী সপ্তাহের মধ্যেই দিনক্ষণ স্থির হয়ে যাবে বলে ফোরামের তরফে জানানো হয়েছে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগে প্রথম কাউন্সেলিং হয়েছে সেপ্টেম্বর মাসে৷ দীর্ঘ ৩ মাস অতিক্রান্ত৷ বাংলা বিষয়ে কাউন্সেলিংও শেষ হয়েছে ডিসেম্বর মাসে৷ এখন নবম-দশমে কাউন্সেলিং শুরু করতে কোনও সমস্যা নেই৷ নিয়োগপত্র দেওয়ার সঙ্গে কাউন্সেলিংয়ের কোন বিরোধ নেই৷ কারণ, যে ভ্যাকান্সি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেগুলি দিয়ে কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে৷ কিন্তু, কমিশন তা করছে না৷ কমিশনের ঘুম ভাঙাতে অন স্পট ৯-১০ এর দ্বিতীয় কাউন্সেলিং ও একাদশ-দ্বাদশে তৃতীয় কাউন্সেলিংয়ের দাবি নিয়ে শীঘ্রই WAIT-LISTED FORUM আন্দোলন করতে চলেছে৷ প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হবে৷ তাতেও সমাধান না হলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করা হবে৷’’

অন্যদিকে, সোমবার নবান্নে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে আগে উচ্চ প্রাথমিকে শূন্যপদ বাড়ানোর দাবিও জানানো হয়েছে৷ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজা নন্দি বলেন, ‘‘আগামী ১৪ তারিখ চেয়ারম্যান সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে নবান্নে৷ উচ্চ প্রাথমিকে ৭০০০ শূন্যপদ যোগ করার জন্য জোরালো দাবি জানালাম৷ দাবি পূরণ না হলে আমরা ফের পথে নামব৷’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

আরও পড়ুন

ভোটের আগে ললিপপ? কোটার উদ্দেশ্য-সময় নিয়ে বিরোধীদের প্রশ্ন

২ লাখ চাকরির সুযোগ, IIT খড়গপুরে চালু ৬ মাসের নয়া কোর্স

সামান্য ধনে পাতা চাষ করে কৃষকের সপ্তাহে লখে-লাভ, ভাবা যায়!

বেতন ২.১২ লক্ষ, আজ থেকে শুরু ভারতীয় নৌসেনায় নিয়োগের আবেদন

ঠেলায় পড়ে শিক্ষক নিয়োগের রিপোর্ট তৈরিতে ছুটিতে খোলা বিকাশ ভবন

কর্মসংস্থানের বেহাল দশার তথ্য প্রকাশ শ্রমমন্ত্রকের

জট কাটিয়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিশনের

জানেন কী? সপ্তাহে ৪০০ অভুক্তকে অন্ন জোগাচ্ছে ১৬ বছরের এই কিশোরী

নিজের মেয়ের ভবিষ্যৎ গড়তে আধুনিক মানের স্কুল নির্মাণ সিউড়ির যুবকের

লৌহ মানবী এই শিক্ষিকার চোখেই স্বপ্ন দেখছে কয়েক হাজার পড়ুয়া

পিকনিক! ছাদে টেবিল-চেয়ার পাতিয়ে পরীক্ষার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =