চাকরির দাবিতে এবার অনশনে নামলেন আপার প্রার্থীরাও

কলকাতা: চাকরির দাবিতে ফের অনশনে বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরির দাবিতে অনশনে প্রায় শ’দু’য়েক উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী৷ অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নমব-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবুতে মেয়ো রোডে অনশন চালিয়ে যাচ্ছেন সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷আজ ২৮ দিনে পড়ল তাঁদের ওই অনশন৷ আজ, বুধবার আপার প্রাইমারিতে শিক্ষকতার করার পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী অনশনে বসলেন৷

চাকরির দাবিতে এবার অনশনে নামলেন আপার প্রার্থীরাও

কলকাতা: চাকরির দাবিতে ফের অনশনে বসলেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে চাকরির দাবিতে অনশনে প্রায় শ’দু’য়েক উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী৷ অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে নমব-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবুতে মেয়ো রোডে অনশন চালিয়ে যাচ্ছেন সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷আজ ২৮ দিনে পড়ল তাঁদের ওই অনশন৷ আজ, বুধবার আপার প্রাইমারিতে শিক্ষকতার করার পরীক্ষায় যোগ্যতা অর্জনকারী অনশনে বসলেন৷

আপার প্রাইমারী পরীক্ষা হয় ১৬ আগষ্ট ২০১৫৷ ফল প্রকাশ হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০১৬৷ এর পর থেকে নানা টাল বাহানা চলতে থাকে৷ গত ২২ মার্চ ২০১৮ সারা দিন ব্যাপি ব্যাপক আন্দোলনের পর সরকার বাধ্য হরে ফাস্ট ফেজের জন্য তালিকা প্রকাশ করে৷ তার পর আবার চুপ! গত ৭ ফেব্রুয়ারি ফের ssc অফিস ঘেরাও করা হয়৷ ৮ ফেব্রুয়ারি ৮ জন আন্দোলনকারি পরীক্ষার্থীকে বিধানগর নর্থ থানার পুলিশ গ্রেপ্তার করে৷ ৮ ফেব্রুয়ারি রাত ৯ টায় তাঁর মুক্তি পায়৷

ওই দিন রাতেই কমিশন ফাস্ট ফেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের নটিশ দেয়৷ সরকার ২০১৬ সালে আপার প্রাইমারিতে শূন্যপদ ঘোষণা করেছিল ১৪,৮০০৷ তার তার মধ্যে ১০ শতাংশ পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত৷ মানে ফ্রেসার ১৩৩২০টি শূন্যপদের জন্য টেট পাস করা যুবক যুবতীদের ডাকা হয়৷ কিন্তু, চাকরিপ্রার্থীদের অভিযোগ, ফাস্ট ফেজের অনুপস্থিত প্রার্থীদের জায়গায় দ্বিতীয় ফেজ ডাকা হয়৷ দ্বিতীয় ফেজে ব্যাপক দুর্নীতি হয় বলেও অভিযোগ ওঠে৷ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী থাকা সত্বেও অপ্রশিক্ষিণপ্রাপ্তদের ডাকা হয়েছে বলে অভিযোগ ওঠে৷ বিজ্ঞান, ভূগোলে ইংরেজি ও বাংলায় দুর্নীতি বেশি বলেও অভিযোগ উঠতে থাকে৷

চাকরিপ্রার্থীদের অভিযোগ, নোটিফিকেশন বলা হয়েছিল, ইন্টরভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত শূন্যপদ আপডেট করা হবে৷ বিধানসভায় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিল নিউ সেটাপ স্কুলের জন্য আপার প্রাইমারিতে ৭০০০ শিক্ষক নেওয়া হবে৷ কিন্তু, তার হয়নি৷ এদিন একগুচ্ছ, দাবির ভিত্তিতে অনশনে বসেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ ঠিক কী কী দাবিতে এই অনশন কর্মীসূচি?

মেধাতালিকায় টেট স্কোর প্রকাশ, ইন্টারভিউ লিস্ট প্রকাশের ১৫ দিন আগের শূন্যপদ প্রকাশ, কম স্কোর বাতিল করে পূর্ণঙ্গ মেধাতালিকা প্রকাশ, কম নম্বর পাওয়াদের বাতিল করা অথবা বিষয়ভিক্তিক শ্রেণিতে সফল প্রার্থীদের ডাকা ও দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদের শাস্তির ব্যবস্থার দাবিতে এই অনশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =