কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্য প্রশাসনের শীর্ষপদে কর্মরত আধিকারিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার৷ বাংলার তিনটি বড় শহরে WBCS অফিসারদের জন্য ঝকঝকে ফ্ল্যাট তৈরি করতে জমি বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নবান্ন সূত্রে খবর, এই কাজের জন্য বাংলার তিন গুরুত্বপূর্ণ শহর নিউটাউন, দুর্গাপুর ও শিলিগুড়িতে জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে নিউটাউনে ৫.৪১ একর জমিতে তৈরি হবে আবাসন৷ শিলিগুড়িতে প্রায় ২ একর, দপর্গাপুরে ১ একর জমিতে তৈরি হবে অফিসারদের নয়া আবাসন৷ জি+১০ প্রতিটি আবাসনে ৪০০টি করে ফ্ল্যাট থাকবে৷