এবার লোকসভায় উঠল পার্শ্ব শিক্ষকদের অনশন, কেন্দ্রীয় পদক্ষেপের দাবি

নয়াদিল্লি: বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদার৷ পার্শ্ব শিক্ষকদের অনশন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষকদের টানা ১৫ দিনের অনশন প্রসঙ্গ তুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ একইসঙ্গে রাজ্যকে ‘চালুনির ছুঁচে’র খোঁচা বিজেপি সাংসদের৷ লোকসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি

1d9a8d59021fc2160c81c3ebdeb9f860

এবার লোকসভায় উঠল পার্শ্ব শিক্ষকদের অনশন, কেন্দ্রীয় পদক্ষেপের দাবি

নয়াদিল্লি: বাংলার শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের বর্তমান পরিস্থিতি লোকসভায় তুলে ধরলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ সুকান্ত মজুমদার৷ পার্শ্ব শিক্ষকদের অনশন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষকদের টানা ১৫ দিনের অনশন প্রসঙ্গ তুলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি৷ একইসঙ্গে রাজ্যকে ‘চালুনির ছুঁচে’র খোঁচা বিজেপি সাংসদের৷

লোকসভার শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘বাংলা সবসময় শিক্ষকদের সম্মান দিয়ে এসেছে৷ সৌগত রায়কে আমি সম্মান করি৷ তিনি কলেজের অধ্যাপক৷ আমিও একজন সহকারী অধ্যাপক৷ কিন্তু সমস্যাটা এটাই, আজ বাংলায় শিক্ষাব্যবস্থা চূড়ান্তভাবে ভেঙে পড়েছে৷ আমি যখন এখানে এই কথাগুলি বলছি, ঠিক তখন কলকাতায় পার্শ্বশিক্ষকরা অনশনে চালিয়ে যাচ্ছেন কলকাতায়৷ তাও আবার বিকাশ ভবনের পাশে৷ তাঁরা ঘোষণা করে দিয়েছে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেও সেলাইনও নেবেন না৷ নিজেদের দেহ দান করবেন৷’’

কিন্তু কেন এই ঘটনা? সাংসদ বলেন, ‘‘আসলে কেন্দ্র সরকার পাঠানো টাকা পার্শ্বশিক্ষকদের দেওয়া হচ্ছে না৷ পশ্চিমবঙ্গে পার্শ্বশিক্ষকদের জন্য কেন্দ্রের দেওয়া টাকা দিচ্ছে না রাজ্য সরকার৷ কেন্দ্রের টাকা নিয়ে অন্য খাতে ব্যবহার করা হচ্ছে৷’’

তাঁর আরও দাবি, ‘‘এর আগেও প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা আন্দোলন করেছেন৷ প্রাথমিক শিক্ষকরা অনশন করেছেন৷ সৌগত দা কিছুক্ষণ আগেই জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর পুলিশ লাঠি চার্জের প্রতিবাদ করেছিলেন৷ কিন্তু, কিছুদিন আগেই এই পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে আলো নিভিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ শিক্ষকদের রাস্তায় ফেলে দিয়েছিল৷ শিক্ষকদের আন্দোলনে পুলিশ জলকামান, লাঠি, সবই চালাচ্ছে৷ আসলে বাংলায় এখন চালুনি খোঁজে ছুঁচের ফুটো৷ বাংলায় শিক্ষকরা সত্যিই খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছেন৷ আমি চাই, অবিলম্বে কেন্দ্র সরকার বাংলায় শিক্ষকদের সমস্যা সমাধানে হস্তক্ষেপ করুক৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *