UPSC-র সাফল্যের ফর্মুলা জানালেন এই IAS আধিকারিক

তিয়াষা গুপ্ত: সঙ্কল্পে একনিষ্ঠ, জেদি-এই বিশেষণগুলি তাঁর জন্যই খাটে। তিনি চিকিৎসক রেনু রাজ। মেডিক্যাল নিয়ে পড়া শেষ করে প্র্যাকটিস শুরু করেছিলেন। তারপরে তাঁর জেদ চাপে ইউপিএসসি পরীক্ষায় বসবেন। শুরু হয় প্রস্তুতি। পরিশ্রম তাঁকে এনে দিয়েছে সাফল্য। ২০১৪ সালে পরীক্ষায় বসে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন। হাউস সার্জন হয়েও তাঁর সঙ্কল্প ছিল, সমাজের জন্য কিছু করা।

UPSC-র সাফল্যের ফর্মুলা জানালেন এই IAS আধিকারিক

তিয়াষা গুপ্ত: সঙ্কল্পে একনিষ্ঠ, জেদি-এই বিশেষণগুলি তাঁর জন্যই খাটে। তিনি চিকিৎসক রেনু রাজ। মেডিক্যাল নিয়ে পড়া শেষ করে প্র্যাকটিস শুরু করেছিলেন। তারপরে তাঁর জেদ চাপে ইউপিএসসি পরীক্ষায় বসবেন। শুরু হয় প্রস্তুতি। পরিশ্রম তাঁকে এনে দিয়েছে সাফল্য। ২০১৪ সালে পরীক্ষায় বসে তিনি দ্বিতীয় স্থান লাভ করেন। হাউস সার্জন হয়েও তাঁর সঙ্কল্প ছিল, সমাজের জন্য কিছু করা। তাই তিনি আইএএস অফিসার হতে চেয়েছিলেন। অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হল। এক সাক্ষাৎকারে রেনু কিছু টিপস দিয়েছেন পরীক্ষায় কীভাবে সাফল্য আসতে পারে, তার।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ইংরেজির গুরুত্ব
রেনু বলেন, ইংরেজি ভাষার ওপর দখল থাকা জরুরি। এটা পরীক্ষায় সাফল্য পেতে সাহায্য করবে। সাক্ষাৎকারের সময় ভালো ইংরেজি কমিউনিকেশনে সুবিধা করে দেবে। নিজের ভাবনা পরিষ্কার করে বোঝানো সম্ভব হবে। তিনি আরো বলেন, ইংরেজিতে বিশেষজ্ঞ, সাহিত্যে দক্ষ হওয়ার প্রয়োজন নেই। কমিউনিকেটিভ ইংলিশ আপনাকে ভাবের আদান প্রদানে সাহায্য করবে। এটাই দরকার।

UPSC-র সাফল্যের ফর্মুলা জানালেন এই IAS আধিকারিকপেশা ও প্রস্তুতির ভারসাম্য
চিকিৎসক হিসেবে কাজ চালিয়ে কী করে এমন জটিল পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন রেনু*** কৌতূহল জাগছে। রেনু জানালেন, ইন্টার্নশিপ চলাকালীনই আমি বেসিক পড়াশুনো শুরু করি। সেই সময় গভীরভাবে খবরের কাগজ, জার্নাল পড়তে থাকি। তবে সিলেবাস বেসড পড়াশুনোর জন্য আমি সব ছেড়ে শুধুই প্রস্তুতি চালিয়ে গিয়েছি। পুরো দস্তুর প্রস্তুতির সময় দিনে ৬ থেকে ৭ঘণ্টা পড়াশুনো করতেন রেনু। হালফিল সব খবরাখবরের ওপর নজর রাখতে হয়।

ইন্টারভিউ প্রস্তুতি
এটা খুব বড় হার্ডল। তাই খুব মন দিয়ে সাক্ষাৎকারের প্রস্তুতি নিতে হয়। রেনু জানিয়েছেন, সব সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। প্রিলিমস ও মেনেস এর সময় জ্ঞানের গভীরতা নির্ণয় করা হয়। আর সাক্ষাৎকারে দেখা হয় ব্যক্তত্ব। তাই পড়াশুনোর পাশাপাশি ব্যক্তিত্বে শান দেওয়া জরুরি।

রেনুর ৫টি টিপস

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

প্যানিক নৈব নৈব চ
অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। পেশায় আসার পর এধরণের পরিস্থিতি মাঝে মধ্যেই আসতে পারে। তাই আপনি কীভাবে মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি সামলাতে পারবেন, তা দেখে নওয়া হয় সাক্ষাৎকারে।

UPSC-র সাফল্যের ফর্মুলা জানালেন এই IAS আধিকারিকনিখুঁত পরিকল্পনা
একটা শিডিউল তৈরি করে এগোতে হবে। সবসময় তা মেনে চলা সম্ভব হয় না। তবে খানিকটা পরিকল্পনা করে এগানো উচিত।

নিজেকে বোঝা
আগে নিজেকে চেনা জরুরি। অর্থাৎ নিজে কী পারব, কতটা কোন কাজে দক্ষ, তা ঠিক করে নিয়ে এগালে ভালো হয়।

অনুশীলন, অনুশীলন ও অনুশীলন
অনুশীলনের কোনে বিকল্প নেই। কঠোর পরিশ্রমই একমাত্র সাফল্যের চাবিকাঠি। এর ফলে আত্মবিশ্বাসও বাড়ে।

ফোকাস ঠিক রাখা জরুরি
ইউপিএসসির প্রস্তুতি যথেষ্ট চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নিতে হলে প্রথমেই ফোকাস ঠিক রাখতে হবে। আর আমি কী করতে চাই, আমার লক্ষ্য কী, তারপর শুরু প্রস্তুতি।

এই পথ অনুসরণ করলে সাফল্য আসতে বাধ্য। রেনু তাঁর সাফল্যের চাবিকাঠি বাতলে দিলেন। আশা করা যায়, আগামীর ছেলেমেয়েদর জন্য এই টিপস কার্যকর হবে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =