কলকাতা: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য উৎসর ভাতা ঘোষণা৷ আজ রাজ্য অর্থ মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের পাশাপাশি পেনশন প্রাপকরাও উৎসব ভাতা পারেন৷ ২৬ হাজার টাকা কম পেনশন পান, এমন অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাবেন৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎবর ভাতা বাবদ ২১০০টাকা অতিরিক্ত ভাতা পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা৷ ২৬ হাজার টাকার কম হলে এই সুবিধা পাওয়া যাবে৷ এই ভাতা পেতে হলে যেকোনও উৎসবের আগে তা আবেদন করতে হবে৷ চাইলে দুর্গাপুজো, ঈদ, বড় দিনের আগে তা পাওয়া যাবে৷ নির্ভর করবে অবসরপ্রাপ্ত কর্মীর আবেদনের উপর৷
এর আগে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের তরফে জানানো হয়, উৎসবের আগে ৪,০০০ টাকা বোনাস পাবেন রাজ্যের মুসলিম কর্মচারীরা৷ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরা ৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন৷ গতবছর ৩৬০০ টাকা বেতন পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা৷ এবার ৪০০ টাকা বাড়ল৷ ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে ৮ হাজার টাকা অগ্রিম পাবেন কর্মীরা৷
বোনাসের আশায় কর্মী মহলের একাংশের মধ্যে উৎসব দেখা দিলেও পে কমিশন নিয়ে হতাশা বেড়েছে৷ ছ’মাসের বেতন কমিশন ৪২মাস গড়িয়ে গিয়েছে৷ বেড়েছে আরও সাত মাস৷ এই মুহূর্তে বকেয়া রয়েছে বিরাট পরিমাণ মহার্ঘ ভাতা। এর ওপর রয়েছে চোখরাঙানি। প্রতিহিংসার বদলি। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত অবস্থার কোনও পরিবর্তন ২০১১ সালের পর আর হয়নি৷ মহার্ঘভাতার দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বহুবার দরবার করে কোনও লাভ না হওয়ায় কর্মচারীরা আদালতে গিয়েছেন৷ কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার ব্যাপারে আদালতের নির্দেশ কার্যকরী করতেও রাজ্য সরকারের কোনও সদিচ্ছাও অমিল৷ আর এই নিয়ে বাড়ছে ক্ষোভ৷