বাংলায় আরও ৮-১০ লক্ষ কর্মসংস্থা হবে: মমতা

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার কর্মসংস্থান ইস্যুতে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার দ্বিতীয় দিনের বাণিজ্য সম্মেলনের মঞ্চে থেকে জানিয়ে দেন, বাংলায় এই মুহূর্তে বিনিয়োগের সেরা ঠিকানা হয়ে উঠেছে৷ আগামী দিনে আরও পরিবর্তন আসবে৷ নোটবন্দি, জিএসটি চালু হওয়ায় দেশে যখন বেকারত্ব বেড়েছে, বাংলায় তখন বেকারত্ব ৪০ শতাংশ কমেছে৷ বাংলা এখন অনেক

বাংলায় আরও ৮-১০ লক্ষ কর্মসংস্থা হবে: মমতা

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার কর্মসংস্থান ইস্যুতে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার দ্বিতীয় দিনের বাণিজ্য সম্মেলনের মঞ্চে থেকে জানিয়ে দেন, বাংলায় এই মুহূর্তে বিনিয়োগের সেরা ঠিকানা হয়ে উঠেছে৷ আগামী দিনে আরও পরিবর্তন আসবে৷ নোটবন্দি, জিএসটি চালু হওয়ায় দেশে যখন বেকারত্ব বেড়েছে, বাংলায় তখন বেকারত্ব ৪০ শতাংশ কমেছে৷ বাংলা এখন অনেক পরিবর্তন হয়েছে৷ আগামী দিনেও হবে৷ এই বাংলায় আরও ৯-১০ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে৷ ’’

এদিন তিনি বলনে, ‘‘আমরা ইতিমধ্যেই ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছি৷ স্বাক্ষর  হয়েছে ৮৯টি মউ৷ আরও বিনিয়োগের প্রস্তাব আসছে৷ এর ফলে আমরা আরও ৮-১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করতে পাব৷ ইতিমধ্যেই চর্ম শিল্পে ১.২০ লক্ষ কর্মসংস্থা হয়েছে৷ আরও আমাদের হাতে রয়েছে ধাপে ধারে তা করা হবে৷’’

পাখির চোখ শিল্প৷ আর সেই লক্ষ্য পূরণে দেশের শিল্পনীতি বদলে দেওয়ার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে প্রথম দিনে রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার হল থেকে ৩৫ দেশের শিল্পপতিদের বসিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘‘আমি জানি, দেশের শিল্প গড়তে আপনারা বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, আগামী দিনে দেশের সরকার পরিবর্তন হবে৷ তখন আমরা শিল্পের জন্য নতুন নীতি ঘোষণা কবর৷ যাতে আপনাদের কোনও সমস্যা না হয়৷ এই মঞ্চ থেকেই সেই কাজ আমরা শুরু করে দিলাম৷’’

এদিন নাম না করে কেন্দ্রের শিল্পনীতির বিরুদ্ধে সুর চড়ান মমতা৷ সাফ জানিয়ে দেন, আগামী দিনে সরকার পরিবর্তন হলে শিল্পে বিপ্লব ঘটানো হবে৷ বদল আসবে নীতিতেও৷ শিল্প গড়তে যাতে কোনও সমস্যা না হয়, তার পূর্ণাঙ্গ পরিকল্পনা আগামী দিনে নেওয়া হবে বলেও জানান তিনি৷ বলেন, ‘‘যাঁরা ভারত ছেড়ে গেছেন, আমি আপনাকে ফিরে আসার জন্য ও বিনিয়োগ করতে অনুরোধ করব। আমি জানি আপনাদের অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার পরিবর্তনের পরে, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি আমাদের একটি ভাল নীতি আনব৷’’

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটর মঞ্চে দাঁড়িয়ে বাংলায় শিল্প গড়ার আহ্বান জানান মমতা৷ বলেন, ‘‘আসুন, এখানে আপনারা শিল্প গড়ুন৷ শিল্প গড়তে আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব৷ কারণ, এখানে দক্ষ শ্রমিকের অভাব নেই৷ আছে বিশ্বের সেরা মানবসম্পদ৷ আছে মেধ৷ যোগাযোগ ব্যবস্থা উন্নত৷ সারা বিশ্বের সঙ্গে এখান থেকে যোগাযোগ করা যায়৷ আছে, পাহাড়, সমুদ্র, প্রাকৃতিক সম্পদ৷ পর্যটনে বিশাল সম্ভাবনা রয়েছে৷ শিল্পের জন্য ২৪x৭ বিদ্যুৎ, নিরাপত্তা, পর্যাপ্ত জমি আছে৷ আসুন, এখানে বিনিয়োগ করুন৷’’ এদিন তিনি আরও বলেন, ‘‘১০ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব আমাদের কাছে এসেছে৷ তার মধ্যে ৫০ শতাংশ প্রস্তাবের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =