কলকাতা: নবান্নে দাঁড়িয়ে রাজ্যে কর্মসংস্থান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য চর্ম শিল্পে আরও তিন লক্ষ কর্মসংস্থান হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই মুহূর্তে এক লক্ষ ২০ হাজার কর্ম চর্ম শিল্পের সঙ্গে যুক্ত৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই শিল্পে ১২টি সংস্থা লগ্নি করবে বলে আমাদের জানিয়েছে৷ মন্ত্রীসভা আজ এবিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে৷ এর ফলে রাজ্য তিন লক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও জানান তিনি৷
এছাড়াও রাজ্যে কর্মসংস্থানের গতি বাড়াতে বেসরকারি সংস্থার সাহায্যে হাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু’বছরের মধ্যে সতের হাজার কর্মী নিয়োগ করবে ইকমার্স সংস্থা ফ্লিপকার্ট। জানা গিয়েছে নদীয়ায় লজেস্তিক হাপ করে তুলবে এই সংস্থা৷ এদিন মন্ত্রিসভার বৈঠকে ফ্লিপকার্টকে জমি দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এই আগেই জমি চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করে ফ্লিপকার্ট কত্রিপক্ষ। নবান্ন সূত্রে খবর ফ্লিপকার্ট কর্তৃপক্ষের আবেদনে সিলমোহর দল চলেছে রাজ্য সরকার৷ জানা গিয়েছে গোটা প্রকল্পটি বাস্তবের মুখ দেখলে কর্মসংস্থান পাবেন রাজ্যের সতের হাজার বেকার যুবক যুবতী।