নয়াদিল্লি: চাকরির আকালেও কর্মসংস্থানের রেকর্ড গড়ল IT সেক্টর। রিপোর্ট বলছে, ২০১৮-১৯ আর্থিক বছরে প্রায় ৪২,০০০ কর্মী বেশি নিয়োগ করেছে টাটা কনসাল্ট্যান্সি সার্ভিসেস ও ইনফোসিস৷
গত আর্থিক বছরে ৩৫ শতাংশের বেশি নিয়োগ করেছে ভারতীয় আইটি সংস্থা৷ মুম্বই ভিত্তিক টিসিএস ওই বছরে নিয়োগ করেছে মোট ২৯,২৮৭ কর্মী। বেঙ্গালুরুর ইনফোসিস নিয়োগ করেছে মোট ২৪,০১৬ কর্মীকে৷ ২০১৭-১৮ আর্থিক বছরে মাত্র ১১,৫০০ কর্মসংস্থান হয়েছিল এই দুই আইটি সংস্থায়। এর মধ্যে টিসিএস নিয়োগ করে ৭,৭৭৫ জন কর্মী ও ইনফোসিসে কাজ পান ৩,৭৪৩ জন৷
ভারতের আইটি সেক্টরে চলতি বছরে প্রায় ২.৫ লক্ষ নতুন কর্মসংস্থান হতে চলেছে৷ ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, সলিউশন আর্কিটেক্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ব্লকচেন ও সাইবার সিকিউরিটি ক্ষেত্রে দক্ষ চাকরিপ্রার্থীরা৷