শ্রীনগর: অকেজো হাত৷ সম্বল বলতে দু’টি পা৷ আর এই পা দিয়েই গোটা সংসারের মুখে অন্ন তুলে দিচ্ছেন বছর ২৮-এর কাশ্মীরি যুবতী৷ হাতের পরিবর্তে পা দিয়েই সেলাই মেশিন চালান মধু৷
জন্মের সময় থেকেই প্রতিবন্ধকতা রয়েছে দুটি হাতে৷ তাই তিনি তাঁর দুটি পা’কে কাজে লাগিয়ে করেন সেলাই। তাঁর স্বপ্ন হল একটি সেলাইয়ের দোকান খোলা। এমন একটি দোকান, যেখানে তাঁর মতোই দু’চোখে স্বপ্ন নিয়ে কাজ করবেন বহু মানুষ। হয়ে উঠবেন স্বাধীন। তাঁর এই লড়াইয়ে সবসময়েই পাশে দাঁড়িয়েছে পরিবার৷
মধু জানালেন, “আমি আরও ভালো করে সেলাইয়ের কাজটি শিখতে চাই। আরও ভালোবেসে করতে চাই কাজ। আমি জানি, আমার দুটো হাত আর পাঁচজনের মতো ঠিক স্বাভাবিক নয়, কিন্তু আমি আমার এই অক্ষম হাতদুটিকে কখনও আমার জীবনের প্রতিবন্ধক হয়ে উঠতে দিইনি৷ চালিয়ে গিয়েছি নিজের লড়াই৷”