অফিসে ঋতুকালীন ছুটি চালু করে দিনবদলের ডাক দিলেন কলকাতার তরুণ

শ্যামলেশ ঘোষ: সমাজে ঋতুস্রাব নিয়ে বিভিন্ন দ্বিধা, কুসংস্কার, রক্ষণশীলতা। এবং তার শিকড় অনেক গভীরে। তবে বর্তমান সময়ে অধিকাংশ মেয়ে সেই ট্যাবু ভেঙে বেরিয়ে এসেছেন। পুরুষের সঙ্গে সমানতালে কর্মক্ষেত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন তারা। তবে প্রয়ােজনীয় পরিকাঠামোর অভাবে পিরিয়ডের দিনে কর্মক্ষেত্রে মেয়েদের বেজায় অসুবিধার সম্মুখীন হতে হয়। ঋতুদিনের সেই অস্বস্তি থেকে রেহাই দিতে ফি-মাসে একদিন ঋতুকালীন ছুটি ঘোষণা

অফিসে ঋতুকালীন ছুটি চালু করে দিনবদলের ডাক দিলেন কলকাতার তরুণ

শ্যামলেশ ঘোষ: সমাজে ঋতুস্রাব নিয়ে বিভিন্ন দ্বিধা, কুসংস্কার, রক্ষণশীলতা। এবং তার শিকড় অনেক গভীরে। তবে বর্তমান সময়ে অধিকাংশ মেয়ে সেই ট্যাবু ভেঙে বেরিয়ে এসেছেন। পুরুষের সঙ্গে সমানতালে কর্মক্ষেত্রেও দাপিয়ে বেড়াচ্ছেন তারা। তবে প্রয়ােজনীয় পরিকাঠামোর অভাবে পিরিয়ডের দিনে কর্মক্ষেত্রে মেয়েদের বেজায় অসুবিধার সম্মুখীন হতে হয়। ঋতুদিনের সেই অস্বস্তি থেকে রেহাই দিতে ফি-মাসে একদিন ঋতুকালীন ছুটি ঘোষণা করে রাজ্যে দিনবদলের ডাক দিয়েছেন কলকাতার তরুণ সাম্য দত্ত। নিজের অফিসের জন্য এহেন উদ্যোগ নিয়েছেন ‘ফ্লাইমাইবিজ’ নামে একটি ডিজিটাল মিডিয়া সংস্থার প্রধান সাম্য। নতুন বছর থেকেই এই অতিরিক্ত ছুটি ভোগ করবেন সেখানকার মহিলাকর্মীরা। একই সঙ্গে অফিসে স্যানিটারি ন্যাপকিন রাখারও ব্যবস্থা হচ্ছে। নিখরচায় সেই ন্যাপকিন সংগ্রহ করতে পারেন মেয়েরা। সরকারি-বেসরকারি কর্মক্ষেত্রে এই ঘোষণা ঐতিহাসিক বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফ্লাইমাইবিজ-এর প্রতিষ্ঠাতা তথা কর্ণধার সাম্য দত্ত বৃহস্পতিবারই সোশ্যাল সাইটে তাঁর এই ঘোষণা জানিয়েছিলেন। এদিন তিনি জানিয়েছেন, “আমাদের সংস্থায় যেসব মহিলা কর্মরত, তারা অন্যান্য ছুটির পাশাপাশি প্রতিমাসে একটি করে ঋতুকালীন ছুটি পাবেন। অর্থাৎ বছরে ১২টি বাড়তি ছুটি পাবেন তারা। মহিলাকর্মীদের সুবিধার কথা ভেবেই নতুন বছর থেকে এই ছুটি চালু করতে চলেছি।

অফিসে ঋতুকালীন ছুটি চালু করে দিনবদলের ডাক দিলেন কলকাতার তরুণমহাবীরতলা ক্রসিংয়ের কাছে ১০১, টালিগঞ্জ সার্কুলার রােডে ফ্লাইমাইবিজ-এর অফিসে এইমুহূর্তে ১২ জন মহিলাকর্মী রয়েছেন। তারা সংস্থার তরফে এই ঘোষণাকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন। পুরুষকর্মীরাও বিষয়টিকে যুগোপযোগী পদক্ষেপ বলে বর্ণনা করে বলেছেন, ‘খুব ভাল সিদ্ধান্ত। সংস্থার তরফে ঋতুকালীন ছুটি ঘোষণা কলকাতা তথা রাজ্যের তাবড় প্রতিষ্ঠানের মুখে ঝামা ঘষে দিয়েছে।’

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

ঋতুকালীন ছুটি ঘোষণা করে রীতিমত দৃষ্টান্তস্থাপন করা সাম্যের বক্তব্য, “কর্মীদের ভাল রাখার দায়িত্ব আমার। আর পিরিয়ড একটা নরমাল বিষয়। অত্যন্ত স্বাভাবিক একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এটা এখনও সামাজিক ট্যাবু। সমাজে তো মেয়েদের সঙ্গে অনেক কিছুই ঘটে চলেছে। সেখানে আমরা তো কিছুই করতে পারি না, শুধু ভাবতে পারি আর ফেসবুকে দুটো কথা বলতে পারি! তাই মেয়েদের জন্য কিছু করার চেষ্টা করলামমাত্র। আসলে, স্বাভাবিক একটা জিনিসকে স্বাভাবিকভাবে দেখার শিক্ষা তো আমাদের সমাজে ছােট থেকেই দেওয়া হয় না। তাই টিভিতে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দেখলে আমরা চ্যানেল পাল্টে দিই। বাচ্চারা প্রশ্ন করলে বলি, ‘এসব বড় হয়ে জানবে!’ এই গোপনীয়তা, ঢাক-ঢাক গুড়-গুড় ব্যাপারটার ফলে তাই পিরিয়ড জিনিসটা আমাদের স্বাভাবিকভাবে নিতে শেখায় না, সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক বা মেয়েদের ক্ষেত্রে। এই সামাজিক ট্যাবু ভাঙতে ‘প্যাডম্যান’ নামে একটি অসাধারণ সিনেমা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও আজও এই জগদ্দল পাথর টলানাে যায়নি। এখনও তাে দোকানে প্যাড কিনতে গিয়ে কালো প্যাকেট কিংবা খবরের কাগজে মুড়ে নিতে হয়।”

অফিসে ঋতুকালীন ছুটি চালু করে দিনবদলের ডাক দিলেন কলকাতার তরুণকেরলের শবরীমালা মন্দিরে রজঃস্বলাদের প্রবেশাধিকার নিয়ে সম্প্রতি তোলপাড় হয়েছে দেশ। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরেও সেই নিষেধাজ্ঞা জিইয়ে রাখার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে সাম্যর বক্তব্য, ‘ভগবানকে ঘরে বসে ডাকার অধিকার যদি সবার থাকে, তা হলে মন্দিরে যাওয়ার অধিকারও সকলের থাকা উচিত। ঋতুমতী মহিলাদের মন্দিরে ঢুকতে না দেওয়ার রীতি যারা তৈরি করেছেন, তারা আদতে তাদের মায়েদের সঙ্গেই অবিচার করেছেন।’ তাঁর দাবি, মুম্বইয়ে দু’টি ডিজিটাল মিডিয়া হাউসেও মহিলাদের জন্য ঋতুকালীন ছুটির চল রয়েছে। সেদিক থেকে কলকাতা তথা রাজ্যে তাঁরাই প্রথম এই ধরনের পদক্ষেপ নিলেন।

অফিসে ঋতুকালীন ছুটি চালু করে দিনবদলের ডাক দিলেন কলকাতার তরুণবছর শুরুর মুখেই এমন অভিনব ছুটি চালুর ঘোষণায় খুশির জোয়ারে ভাসছেন সংস্থার কর্মী রিনা মল্লিক, ইরন মনির, পায়েল রায়, দীপশিখা নন্দী বা বিম্বি সিংরা। অত্যন্ত জরুরি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেছেন, ‘আমরা গর্ববোধ করি, এমন সংস্থায় যুক্ত থাকতে পেরে। সকলেই ভীষণ খুশি।’ ঋতুদিনের ছুটির পাশাপাশি নতুন বছরের পয়লাদিন থেকেই অফিসে ন্যাপকিনের যোগান রাখতে চলেছে সংস্থাটি। সাম্য বলেন, ‘এখনই ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাতে না পারলেও ন্যাপকিন রাখার ব্যবস্থা থাকবে। অফিসে পর্যাপ্ত জল, কফি মেশিন, এসির মত এটাও জরুরি বলে মনে হয়েছে আমাদের। অন্যান্য প্রতিষ্ঠানগুলোও এমন উদ্যোগ নিলে আখেরে তা সেই প্রতিষ্ঠানের জন্য, দেশের জন্য এবং দেশের মেয়েদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 19 =