কমিশনের রক্তচাপ বাড়িয়ে চূড়ান্ত কর্মসূচির ঘোষণা ওয়েটিং ফোরামের

আজ বিকেল: নবম-দশমের বাংলা বিষয়ে সফলদের নিয়োগপত্র দেওয়ার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বড়সড় আন্দোলনে নামছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ কেনান, দীর্ঘ দিন ধরেই ঝুলে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে আন্দোলনের পথে হাঁটতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ ঠিক কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচির

কমিশনের রক্তচাপ বাড়িয়ে চূড়ান্ত কর্মসূচির ঘোষণা ওয়েটিং ফোরামের

আজ বিকেল: নবম-দশমের বাংলা বিষয়ে সফলদের নিয়োগপত্র দেওয়ার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বড়সড় আন্দোলনে নামছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ কেনান, দীর্ঘ দিন ধরেই ঝুলে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে আন্দোলনের পথে হাঁটতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ ঠিক কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে?

এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আগামী পয়লা ফেব্রুয়ারি আচার্য সদন অভিযানের ডাক দেওয়া হয়েছে৷ দার দফা দাবিরও রাখা হয়েছে৷ কী কী দাবি রাখা হয়েছে? এসএসসি যুব-ছাত্র অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, প্রথমত, নবম-দশমের বাংলা-সহ সমস্ত বিষয়ের অনস্পট দ্বিতীয় কউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা, দ্বিতীয়ত, পাঁচ দিনের মধ্যে সমস্ত শূন্যপদ সংক্রান্ত সমস্যা মিটিয়ে একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং, চতুর্থত, গেজেট অনুযায়ী আপটুডেট ভ্যাকান্সির দাবি, ও পঞ্চমত, নিয়ম বিরুদ্ধ ‘রিকল’ বন্ধ করার দাবিও জানানো হয়েছে৷ নিয়ম মাফিক ১০ দিনের মধ্যে রেকমেনডেশন নেওয়া ক্যান্ডিডেটদের বিবরণ ওয়েব সাইটে দিতে হবে অন্যথা আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ বলেও হুঁশিয়া দেওয়া হয়েছে৷

এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী বৃন্দাবন ঘোষ বলেন, ‘‘নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগে প্রথম কাউন্সেলিং হয়েছে সেপ্টেম্বর মাসে৷ দীর্ঘ ৩ মাস অতিক্রান্ত৷ বাংলা বিষয়ে কাউন্সেলিংও শেষ হয়েছে ডিসেম্বর মাসে৷ এখন নবম-দশমে কাউন্সেলিং শুরু করতে কোনও সমস্যা নেই৷ নিয়োগপত্র দেওয়ার সঙ্গে কাউন্সেলিংয়ের কোন বিরোধ নেই৷ কারণ, যে ভ্যাকান্সি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, সেগুলি দিয়ে কমিশন কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে৷ কিন্তু, কমিশন তা করছে না৷ কমিশনের ঘুম ভাঙাতে অনস্পট ৯-১০ এর দ্বিতীয় কাউন্সেলিং ও একাদশ-দ্বাদশে তৃতীয় কাউন্সেলিংয়ের দাবি নিয়ে WAIT-LISTED FORUM আন্দোলন করতে চলেছে৷ প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হবে৷ তাতেও সমাধান না হলে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =