বেড়েছে বেকার, কমেছে জিডিপি

কলকাতা : বেকারি বেড়েছে গত একবছরে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিসের সরকারি পরিসংখ্যানই বলছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তৃতীয় ত্রৈমাসিকে দেশে যেখানে বেকার ছিল ৭.৫%, সেখানে ২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিকে তা দাঁড়িয়েছে ৯.১%। একই সময়ে স্নাতক বেকার বেড়েছে ১৪.৭% থেকে ১৫.৬%। ২০ থেকে ২৪ বছরের মধ্যে কর্মহীনের সংখ্যা ২৮% থেকে বেড়ে হয়েছে ৩৭%। যুবকদের এক-তৃতীয়াংশই এখন

dfe1f4265618e8526ceda9b297e52246

বেড়েছে বেকার, কমেছে জিডিপি

কলকাতা : বেকারি বেড়েছে গত একবছরে। সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিসের সরকারি পরিসংখ্যানই বলছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর তৃতীয় ত্রৈমাসিকে দেশে যেখানে বেকার ছিল ৭.৫%, সেখানে ২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিকে তা দাঁড়িয়েছে ৯.১%। একই সময়ে স্নাতক বেকার বেড়েছে ১৪.৭% থেকে ১৫.৬%। ২০ থেকে ২৪ বছরের মধ্যে কর্মহীনের সংখ্যা ২৮% থেকে বেড়ে হয়েছে ৩৭%। যুবকদের এক-তৃতীয়াংশই এখন বেকার। পাশাপাশি কমেছে গড় অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি। তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি ২০১৭ সালের ৭%-এর জায়গায় ২০১৮ সালে হয়েছে ৬.৬%।

গত পাঁচবছরে এটাই সবথেকে কম জিডিপি। অর্থনীতিবিদরা মনে করছেন, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার নিশ্চিতভাবেই কমছে। এই আর্থিক বছরে জিডিপি কোনওতেই ৭ শতাংশের বেশি হবে না। কৃষিক্ষেত্রে হাল আরও করুণ। কৃষির মোট মূল্যযুক্ত বৃদ্ধি তৃতীয় ত্রৈমাসিকে হয়েছে ২.৭%। আগের ত্রৈমাসিকে তা ছিল ৪.২%। কৃষিপণ্যের কম দাম এবং কৃষকদের কম মজুরিই এর কারণ বলে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকের তুলনায় হার কমে হয়েছে তার অর্ধেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *