‘সম কাজে সম বেতনে’র দাবিতে ফের সরব পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ

কলকাতা: বেতন বৈষম্য দূর করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনের সুফল পেলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষাবন্ধু৷ তবে, ২৫ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি মানা না হলেও দীর্ঘ লড়াই আন্দোলনের পর লোকসভা ভোটের মুখে রাজ্যের শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরতদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকা৷ শিক্ষাবন্ধুদের বেতন ৫৯৯৪ টাকা থেকে বেড়ে হল ৮৩৯২ টাকা৷ শিক্ষাবন্ধুদের

‘সম কাজে সম বেতনে’র দাবিতে ফের সরব পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ

কলকাতা: বেতন বৈষম্য দূর করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনের সুফল পেলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষাবন্ধু৷ তবে, ২৫ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি মানা না হলেও দীর্ঘ লড়াই আন্দোলনের পর লোকসভা ভোটের মুখে রাজ্যের শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরতদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকা৷ শিক্ষাবন্ধুদের বেতন ৫৯৯৪ টাকা থেকে বেড়ে হল ৮৩৯২ টাকা৷

শিক্ষাবন্ধুদের সমস্যা কিছুটা লাঘব করার উদ্যোগ নেওয়া হলেও এখনও বঞ্চিত রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক, MSK, SSK-সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা৷ বেতন বৃদ্ধি-সহ রয়েছে গুচ্ছ দাবি৷ ভোটের মুখে শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানোর ঘোষণা হলেও ধুঁকছেন শিক্ষা পেশায় যুক্ত থাকা কর্মীরা৷ নিজের ক্ষোভ বঞ্চনার তুলে ধরে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম সদস্য ভগিরথ ঘোষ বলেন, ‘‘পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্দু MSK, SSK-সহ সমগ্র শিক্ষা মিশনsর এক গুচ্ছ কর্মী এই সরকারের আমলে চরম বঞ্চিত৷ পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার মতো সম্মান, সম্মনিক কোনোটাই আমরা পাই না৷ সিসিএল, মেডিক্যাল লিভ জমানোর মতো নূন্যতম সুবিধা টুকুও দিতে পারে না এই সরকার৷ তাই বারংবার শিক্ষকরা রাজ পথে নামতে বাধ্য হয়৷ এটা পশ্চিমবঙ্গবাসীর লজ্জা৷ পার্শ্বশিক্ষকদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় ৫৫ বছর বয়েস পর্যন্ত বাসর সুবিধাও এই সরকার তুলে দিয়ে নাজির সৃষ্টি করেছে৷ দীর্ঘ ১৫ বছর চাকরি করেও চাকরির নিশ্চয়তা দিতে পারেনি৷ শিক্ষাবন্ধুদের মতোই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের একটাই দাবি, ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করা৷’’ 

এর আগে ‘সম কাজে সম বেতনে’র দাবিতে এর আগেও একাধিকবার রাজপথে নামতে বাধ্য হয়েছিলেন পার্শ্বশিক্ষকরা৷ সন্তানদের নিয়ে ‘ভুখা মিছিলে’ পা মেলান রাজ্যের কয়েকশো শিক্ষাবন্ধু৷ সন্তান-আত্মীয় পরিজনদের পথে নামিয়ে বেতন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন স্নাতকত্তোর যোগ্যতার শিক্ষাবন্ধুরা৷ এর আগেও প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো, গ্রাচুউটি নূন্যতম ৫ লক্ষ টাকা করা, অবসর গ্রহনের বয়স ৬৫ বছর করা, অন্য রাজ্যে শিক্ষাবন্ধুদের যে বেতন দেওয়া হয় এরাজ্যেও তা চালু করার দাবিও জানান তাঁরা৷ কিন্তু, সব দাবি মেনে না নেওয়া হলেও ভোটের মুখে দু’হাজার টাকা বাড়িয়ে কিছুটা হলেও শিক্ষাবন্ধুদের বিদ্রোহ সামাল দিল রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *