সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা শিক্ষকদের

কলকাতা: সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার হাইকোর্টের মামলা দায়ের করতে চলেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ৷ রাজ্যের প্রায় ৭৭০০০ বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে৷ কিন্তু সেই চিঠির সদুত্তর না পাওয়ায় শেষপর্যন্ত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে শিক্ষকদের একাংশ৷ ভোট কর্মীদের নিরপত্তার দাবিতে গোটা রাজ্যজুড়ে

সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে মামলা শিক্ষকদের

কলকাতা: সব বুথে কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার হাইকোর্টের মামলা দায়ের করতে চলেছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘ৷ রাজ্যের প্রায় ৭৭০০০ বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে৷ কিন্তু সেই চিঠির সদুত্তর না পাওয়ায় শেষপর্যন্ত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে শিক্ষকদের  একাংশ৷

ভোট কর্মীদের নিরপত্তার দাবিতে গোটা রাজ্যজুড়ে যেভাবে ভোটকর্মীরা তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে বেশ চাপে রাজ্য সরকার৷ একদিকে আন্দোলন ও অন্যদিকে মামলার প্রস্তুতি নিঃসন্দেহে ভোটকর্মীদের মনোবল অনেকটায় বাড়বে বলেই মত শিক্ষক সংগঠনের৷

এবিষয়ে বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রদেশ সম্পাদক চিরঞ্জিত ধীবর জানান, রাজ্যের সব প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রবল বিক্ষোভ চলছে নিরপত্তা নিয়ে৷ নির্বাচন কমিশন এতে অল্প হলেও বেঁকে বসেছে। প্রথম দফার জন্য জঙ্গলমহল থেকে ২৯ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে৷ এতে সকল বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে৷ কিন্তু বাকি ৬ দফাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করতে এত বড় পদক্ষেপ কমিশনকে চাপে রাখবে যাবে৷

সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কানুপ্রিয় দাস বলেন, ‘‘আমরা এবারের ভোটে কাউকে দ্বিতীয় রাজকুমার রায় হতে দেবো না। সকল শিক্ষক ভোটকর্মীরা আমাদের সংগঠনের কাছে তাঁদের নিরাপত্তা জনিত দুশ্চিন্তার কথা জানান৷ তাই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি৷ আশা করছি এ সমস্যার একটি সুরাহা হবে৷ তবে সবার সহযোগিতা একান্তই কাম্য৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *