কলকাতা: অনশনকারত SSC-র চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন কবি শঙ্খ ঘোষ৷ খোলা চিঠি মীরাতুন নাহারের৷ অনশন মঞ্চের পাশে দাঁড়িয়েছে ‘আক্রান্ত আমরা’রাও৷
চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে লিখিত বিবৃতি দিয়ে শঙ্খ ঘোষ এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের প্যাডে লিখেছেন, “রোদ, বৃষ্টি, ঝড়ে এঁদের মধ্যে জনা পঞ্চাশেক গুরুতর অসুস্থ অবস্থায় স্থানান্তরিত হয়েছেন। শহরের প্রায় কেন্দ্রস্থলে সবারই চোখের সামনে এমনও যে ঘটে চলেছে, তার জন্য রাজ্যবাসী হিসেবে লজ্জা হওয়া উচিত৷’’ খোলা চিঠিতে চাকরিপ্রার্থীদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলেও জানান মীরাতুন নাহার৷
সম্প্রতি, অনশনকারীদের তরফে শঙ্খ ঘোষের বাড়িতে গিয়ে কবির সঙ্গে দেখা করেন৷ শঙ্খবাবু তাঁদের কথা মন দিয়ে শোনেন। তার পরে চাকরিপ্রার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন৷ কেঁদেও ফেলেন কবি শঙ্খ ঘোষ৷ চাকরিপ্রার্থীদের দাবি-দাওয়া সরকারকে কাছে তুলে ধরারও আশ্বাস দেন তিনি৷
বিগত কয়েক দিন যাবত বৃষ্টিতে অনশনরত চাকরিপ্রার্থীরা খোলা আকাশের নীচে ভিজেছেন৷ জানা গিয়েছে, এলাকাটি সেনাবাহিনীর আওতায় থাকায় ওখানে খুঁটি পুঁতে ত্রিপল টাঙানোর অনুমতি দেওয়া হয়নি৷ ফলে ঝড়বৃষ্টি থেকে বাঁচা যায়নি বলে জানান প্রার্থীরা৷ রবিবার সন্ধ্যার পরে শিলাবৃষ্টিতেও তাঁদের নাকাল হতে হয় চাকরিপ্রার্থীদের৷
আন্দোলনকারীদের দাবি, বিভিন্ন জেলার স্কুলে স্কুলে বহু পদ খালি। তা সত্ত্বেও নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বহু শিক্ষকপদে প্রার্থীর নাম ওয়েটিং লিস্টে তুলে এসএসসি-কর্তৃপক্ষ চুপচাপ বসে আছেন। শূন্য পদের বিষয়টি ‘আপডেট’ করা হচ্ছে না। ফলে প্রার্থীরা চাকরি পাচ্ছেন না। অবিলম্বে তাঁদের নিয়োগের ব্যবস্থা করার দাবিতে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে বসে অনশন করছেন অন্তত ৪০০ চাকরিপ্রার্থী। অসুস্থ হয়ে পড়েছেন ৫৫ জন অনশনকারী। যদিও কমিশনের এ সবে হেলদোল নেই। কমিশন দাবি করেছে, কাউন্সেলিং চলছে। ধাপে ধাপে সবটাই হবে। সেই সঙ্গে এটাও জানানো হয়, ওয়েটিং লিস্টে থাকা সকলে চাকরির সুযোগ না-ও পেতে পারেন৷