CA পরীক্ষার ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে আজ

CA পরীক্ষার ভবিষ্যৎ কী? সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হবে আজ

নয়াদিল্লি: জুলাইয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষা হওয়া নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয়৷ জুলাইয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষা নিতে চেয়ে সুপ্রিম কোর্টে জানায় দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া বা আইসিএআই। বুধবার এই মামলার নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷

জুলাইয়ে সিএ পরীক্ষা নেওয়ার ব্যাপারে আইসিএআইয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তিনটি পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালতে সোমবার মামলার শুনানি হয়। আবেদনকারীদের দাবি ছিল, পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক বা জুলাইতে পরীক্ষায় বসার ক্ষেত্রে অনিচ্ছুক পরীক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হোক। এছাড়া পরীক্ষা কেন্দ্র বৃদ্ধির দাবিও তোলেন আবেদকারীরা৷ তবে এই দাবি মানতে নারাজ আইসিএআই। সেই প্রেক্ষিতে ইনস্টিটিউটের তরফে সুপ্রিম কোর্টে একটি শর্টনোট জমা দেওয়া হয়৷ সুপ্রিম কোর্টে এম খানউইলকর, দীনেশ মহেশ্বরী এবং অনিরুদ্ধ বোসের বেঞ্চ আইসিএআইয়ের নোটটি ফাইল করার অনুমতি দিয়ে মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেয়। পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন শিশু সুরক্ষা কর্মী শ্রীবাস্তব সাহাই, সত্য নারায়ণ পেরমলের নেতৃত্বে ২২ জন পরীক্ষার্থী, অমিত জৈনের নেতৃত্বে ১৭ জন পরীক্ষার্থী। এই আবেদনকারীদে প্রস্তাবিত বদল বিষয়ে আইসিএআইকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।

আবেদনকারীরা পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যাতে বিনামূল্যে পরিবহণ করতে পারেন, সেই দাবিও করেছেন৷ তবে তাঁদের মূল দাবি পরীক্ষা পিছিয়ে দেওয়া বা কেউ যদি পরীক্ষা দিতে না যায়, সেই পরীক্ষার্থীকে পরে আবার পরীক্ষার সুযোগ দেওয়া। তাছাড়া একান্তই যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্র বদলের সুবিধার দাবিও জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের বিনামূল্যে করোনা টিকা, বিনামূল্যে কোভিড এবং স্বাস্থ্য পরীক্ষার দাবিও তুলেছেন তাঁরা৷ এর প্রেক্ষিতে অবশ্য আইএসআই জানিয়েছে, ‘গত কয়েকদিনে করোনার গড়় সংক্রমণের সংখ্যা ৪৮ হাজার। এই সংখ্যা দিন দিন কমছে। এটাই পরীক্ষা নেওয়ার সেরা সময়।’ উল্লেখ্য, আগামী ৫ জুলাই থেকে সিএ পরীক্ষা শুরু হওয়ার কথা। ৮৪৭টি পরীক্ষা কেন্দ্রে ৩ লক্ষ ৭৪ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =