কলকাতা: প্রাথমিকে শিক্ষকতার সংশ্লিষ্ট প্রার্থীরা যোগ্য কি না, আগামী তিন মাসের মধ্যে তা স্ক্রুটিনি করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ পশ্চিমবঙ্গের সংগঠক শিক্ষকদের এক মামলায় বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে আদালতে জমা দিতে বলেছেন৷
পশ্চিমবঙ্গের এই সংগঠক শিক্ষক সংক্রান্ত আটটি মামলার একত্রে শুনানি ছিল৷ পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকেই প্রাথমিকে শিক্ষকতার চাকরি পান। কিন্তু কয়েক হাজার ব্যক্তি চাকরি পাননি বলে অভিযোগ। তাঁদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠে৷ চাকরির দাবিতে আদালতের দ্বারস্থ হন তাঁরা৷
২০০৮ সাল থেকে এই মামলা চলছে৷ যোগ্যদের বাছাই করতে সুপ্রিম কোর্টের আগেও আবেদনকারীদের আবেদন স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা ঠিকমতো হয়নি বলেই আদালতে সওয়াল করে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার দাবি করেন সংগঠক শিক্ষকরা৷ তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে রাজ্য তথা প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছে৷