শিক্ষকদের পায়ের শব্দে কাঁপছে শহরের রাজপথ, জারি বিদ্রোহ

কলকাতা: ফিটমেন ফ্যাক্টর-সহ ন্যায্য বেতনের দাবিতে আজ ফের কলকাতার রাজপথে নামলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে ইতিমধ্যেই শহর কলকাতার রাজপথ দখল নিতে শুরু করেছেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক৷ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘কলকাতা চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ফিটমেন ফ্যাক্টর ছিনিয়ে আনার দাবিতে৷ এর আগে যোগ্যতা

শিক্ষকদের পায়ের শব্দে কাঁপছে শহরের রাজপথ, জারি বিদ্রোহ

কলকাতা: ফিটমেন ফ্যাক্টর-সহ ন্যায্য বেতনের দাবিতে আজ ফের কলকাতার রাজপথে নামলেন প্রাথমিক শিক্ষকদের একাংশ৷ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে ইতিমধ্যেই শহর কলকাতার রাজপথ দখল নিতে শুরু করেছেন কয়েক হাজার প্রাথমিক শিক্ষক৷

উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ‘কলকাতা চলো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ফিটমেন ফ্যাক্টর ছিনিয়ে আনার দাবিতে৷ এর আগে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৫ দিনের অনশন করেন প্রাথমিক শিক্ষকদের এই সংগঠনের ১১ জন শিক্ষক৷ কয়েক হাজার শিক্ষক শিক্ষক রাজপথে দিনরাত এক করে ধর্না দিতে থাকেন৷

অনশন চালাতে গিয়ে মারণ রোগে আক্রান্ত হন ৯ শিক্ষক৷ রাজপথে শিক্ষকদের অনশন-ধর্না গোটা দেশজুড়ে বিতর্কের ঝড় তোলে৷ পর চাপে পড়ে প্রার্থমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করতে কার্যত বাধ্য হয় রাজ্য৷ কিন্তু, সেখানে ফিটমেন ফ্যাক্টরের বিষয়ে ইতিবাদ কোনও পদক্ষেপ না থাকায় আজ ফের রাজপথে নেমে বিক্ষোভ প্রাথমিক শিক্ষকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =