ডিএ মামলার রায় চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য?

কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনের মেয়ার বৃদ্ধির ঘোষণা আগেই হতাশ করেছিল রাজ্য সরকারি কর্মীদের৷ এবার, মহার্ঘ মামলা নিয়ে আশার আলো দেখা দিলেও মামলার গেরোয় তা এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে ঝুলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই রায় ঘোষণা করতে পারে স্যাট৷ কিন্তু, স্যাটের রায়কে ফেল চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য? তুঙ্গে চর্চা৷ সূত্রের দাবি, চলতি মাসের

ডিএ মামলার রায় চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য?

কলকাতা: ষষ্ঠ বেতন কমিশনের মেয়ার বৃদ্ধির ঘোষণা আগেই হতাশ করেছিল রাজ্য সরকারি কর্মীদের৷ এবার, মহার্ঘ মামলা নিয়ে আশার আলো দেখা দিলেও মামলার গেরোয় তা এখন স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে ঝুলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই রায় ঘোষণা করতে পারে স্যাট৷ কিন্তু, স্যাটের রায়কে ফেল চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য? তুঙ্গে চর্চা৷

সূত্রের দাবি, চলতি মাসের মধ্যেই স্যাট ডিএ সংক্রান্ত চূড়ান্ত রায় জানাতে পারেন৷ গত ১৮ জুন ডিএ মামলার শুনানি পর্ব শেষ হয়ে গিয়েছে৷ রায়দান আপাতাত ঝুলে৷ স্যাট ডিএ নিয়ে কর্মীদের পক্ষে ইতিবাচক রায় দিলে সরকার তাকে চ্যালেঞ্জ করে আদৌ উচ্চ আদালতে যাবে কি না তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা৷ কেননা, এর আগে ডিএ মামলায় হাইকোর্টে গিয়ে রাজ্য৷ সেখানে ডিএ কর্মীদের অধিকার বলেও জানিয়েছিল হাইকোর্ট৷ ফলে, স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলে এক্ষেত্রে মামলাটি পাত্তা নাও পেতে পারে বলে আশঙ্কা৷ সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে গড়াতে পারে মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 9 =