DA মামলায় বড় ধাক্কা রাজ্যের, চূড়ান্ত রায় ঘোষণা স্যাটেই

কলকাতা: ফের ডিএ মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার৷ রাজ্যের আবেদন খারিজ করে ফের স্যাটে মামলা ফেলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ গত পাঁচ মাস ধরে কলকাতা হাইকোর্ট রাজ্যের আবেদ শোনে৷ আজ, ফের মামলার শুনানিতে রাজ্যের আবেদ খারিজ করে স্যাটে মামলা পাঠানোর নির্দেশ দেন বিচারপতি হরিশ ট্যান্ডান, শেখর ববি শরাফ৷ রাজ্য সরকারি কর্মচারীদের কী হারে মহার্ঘভাতা দেওয়া

a3e67536465908020e1a2c5fa7364e3e

DA মামলায় বড় ধাক্কা রাজ্যের, চূড়ান্ত রায় ঘোষণা স্যাটেই

কলকাতা: ফের ডিএ মামলায় ধাক্কা খেল রাজ্য সরকার৷ রাজ্যের আবেদন খারিজ করে ফের স্যাটে মামলা ফেলার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ গত পাঁচ মাস ধরে কলকাতা হাইকোর্ট রাজ্যের আবেদ শোনে৷ আজ, ফের মামলার শুনানিতে রাজ্যের আবেদ খারিজ করে স্যাটে মামলা পাঠানোর নির্দেশ দেন বিচারপতি হরিশ ট্যান্ডান, শেখর ববি শরাফ৷

রাজ্য সরকারি কর্মচারীদের কী হারে মহার্ঘভাতা দেওয়া হবে, তা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছিল৷ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হাইকোর্ট খারিজ করে দিল রাজ্যের আবেদন৷ আদালত জানিয়ে দিয়েছে, যে রায় দেওয়া হয়েছিল তা পুনর্বিবেচনার কোনও প্রশ্ন নেই৷ স্যাটই ঠিক করবে ডিএর ভবিষ্যত৷ আগামী ১৩ মার্চ স্যাটে রয়েছে রায় ঘোষণার দিন রয়েছে৷ হাইকোর্টে রাজ্যের তরফে রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করার জেরে এতদিন স্যাটেই ঝুলে ছিল মামলা৷ কিন্তু, আজ হাইকোর্টে মামলা খারিজ হওয়ায় স্যাটে রায় ঘোষণার ক্ষেত্রে কোনও সমস্যা আর থাকল না৷

এর আগে ডিএ সরকারের দয়ার দান, কর্মীদের অধিকার নয় বলে স্যাট যে রায় দিয়েছিল, তা খারিজ করে বিচারপতি দেবাশিস করগুপ্ত কর্মীদের পক্ষে রায় দিয়ে মূল মামলাটি বিবেচনার জন্য ফের স্যাটে পাঠান। স্যাটে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের বেঞ্চে সেই মামলার শুনানি শেষ হয়ে গেলেও, রাজ্য বিচারপতি করগুপ্তের রায় নিয়ে প্রশ্ন তুলে ফের হাইকোর্টে আসে। বিচারপতি ট্যান্ডনের এজলাসে শুনানি হয়। ফলে স্যাটের রায় স্থগিত রাখা হয়। এদিন হাইকোর্ট এই মামলার খারিজ হওয়ায় কর্মীরা ডিএ পাবেন কি না তা, স্যাট সেই রায় দেবে বলে আশাবাদী সরকারি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *