নিয়োগে ‘খামতি’, তবুও অবসরের মেয়াদ বাড়াতে আইন আনছে রাজ্য

কলকাতা: নতুন নিয়োগ অধরা৷ আইনি জটিলতা থেকে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলার চাকরিপ্রার্থীদের একাংশ৷ কর্মসংস্থান ইস্যুতে নানা বিতর্ক থাকলেও এবার অবসরের বয়স কমপক্ষে ৭০ বছর করতে নয়া বিল আনতে চলেছে রাজ্য৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চেয়েছিলেন, তিনি চান উপাচার্যদের অবসরের বয়স বাড়ানো হোক৷ মুখ্যমন্ত্রীর সেই ইঙ্গিত এবার আইনি পরিবর্তন করতে বিধানসভায় বিল

নিয়োগে ‘খামতি’, তবুও অবসরের মেয়াদ বাড়াতে আইন আনছে রাজ্য

কলকাতা: নতুন নিয়োগ অধরা৷ আইনি জটিলতা থেকে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ ঘিরে ক্ষোভে ফুঁসছে বাংলার চাকরিপ্রার্থীদের একাংশ৷ কর্মসংস্থান ইস্যুতে নানা বিতর্ক থাকলেও এবার অবসরের বয়স কমপক্ষে ৭০ বছর করতে নয়া বিল আনতে চলেছে রাজ্য৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চেয়েছিলেন, তিনি চান উপাচার্যদের অবসরের বয়স বাড়ানো হোক৷ মুখ্যমন্ত্রীর সেই ইঙ্গিত এবার আইনি পরিবর্তন করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য৷ আইন পরিবর্তন করে উপাচার্যদের অবসরের বয়স ৭০ করার প্রস্তাব দিতে চলেছে রাজ্য৷ আইন পরিবর্তন করতে বিধানসভায় বিল পাশ করিয়ে তা কার্যকর করা হতে পারে বলে খবর৷

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে এই অবসরের বয়স বদল করা হবে৷ বিল অনুযায়ী, একজন উপাচার্যের বয়স ৬৫ বছর হয়ে গেলে, তাঁর কর্মদক্ষতা, শারীরিক ক্ষমতা ইত্যাদি দেখে সর্বোচ্চ দু’বছর বাড়ানো হতে পারে৷ রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠি ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে বলে খবর৷ তবে কোনও উপাচার্যকে একলপ্তে ৬৫ থেকে ৭০ বছর করে দেওয়া হবে না৷ দুই বা এক বছর করে বৃদ্ধি করা হবে৷

চলতি বছর ৭ জানুয়ারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভেনশনে মুখ্যমন্ত্রী জানান, প্রফেসরদের অবসরের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ করা হবে৷ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের অবসরের বয়স ৬৫ বছর থেকে বেড়ে করা হবে ৭০ বছর৷ ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিন, ‘‘শিক্ষকরা মানুষ তৈরির কারিগর৷ শিক্ষকদের অবদান অনস্বীকার্য৷ রাজ্যের ছাত্র-ছাত্রীরা শিক্ষকদের নিয়ে গর্ব করে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 1 =