সরকারি কর্মীদের জন্য পোশাক বিধি চালু রাজ্যের

তামিলনাড়ু: এবার সরকারি কর্মীদের জন্য পোশাক বিধি চালু করল রাজ্য সরকার৷ নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, অফিস চলাকালীন মহিলাদের শাড়ি অথবা সালোয়ার কামিজ, ওড়না সহ চুড়িদার পরতে হবে৷ মহিলাদের পাশাপশি পুরুষদের জন্যও জারি হয়েছে নির্দেশ৷ অফিসে আসতে গেলে এখন থেকে ফরমাল প্যান্ট কিংবা ধূতি পরা যাবে৷ এমন পোশাক পরতে হবে, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই৷

সরকারি কর্মীদের জন্য পোশাক বিধি চালু রাজ্যের

তামিলনাড়ু: এবার সরকারি কর্মীদের জন্য পোশাক বিধি চালু করল রাজ্য সরকার৷ নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, অফিস চলাকালীন মহিলাদের শাড়ি অথবা সালোয়ার কামিজ, ওড়না সহ চুড়িদার পরতে হবে৷ মহিলাদের পাশাপশি পুরুষদের জন্যও জারি হয়েছে নির্দেশ৷ অফিসে আসতে গেলে এখন থেকে ফরমাল প্যান্ট কিংবা ধূতি পরা যাবে৷ এমন পোশাক পরতে হবে, যা ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানানসই৷

তামিলনাড়ু সরকারের এই নির্দেশ ঘিরে সোশ্যাল মিডিয়াজুড়ে মিশ্র প্রক্রিয়া তৈরি হয়েছে৷ অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেকেই জানিয়েছেন বিদ্রোহ৷ তবে, সরকারের এই পোকাশ বিধি নেমে নিলেও সরকারি কর্মী মহল থেকেও উঠেছে প্রশ্ন৷ অনেকেই বলছেন, সরকার বেতন দেয় বলে কিই কর্মীরা কী পরবে, কী পরবে না, সেটাও ঠিক করে দেবে সরকার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =