কলকাতা: অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লাইব্রেরিয়ান পদে আবেদনের বয়সসীমা ৩৭ থেকে বাড়িয়ে ৪০ বছর করল উচ্চশিক্ষা দপ্তর। এ ব্যাপারে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ৭ মার্চের তারিখ দেওয়া রয়েছে।
এই বর্ধিত বয়সসীমার সঙ্গে তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীভুক্ত এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য যে ছাড় ছিল, সেগুলি থাকছে। খুব তাড়াতাড়ি এর জন্য বিধিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। নেট, সেট বা পিএইচডি বাধ্যতামূলক হয়ে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। আবেদনের জন্য যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী অপরিবর্তিতই থাকছে।