দু’লক্ষ টাকা-সহ চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের

ইংরেজবাজার: নজরে ভোট৷ ভোট ব্যাংক সুরক্ষায় সরকারি দান খয়রাতিতে ফের পা বাড়াল রাজ্য৷ বিরোধীদের তরফে এই অভিযোগ তোলা হলেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ রাজ্য সরকার৷ আর তার জেরেই উত্তরপ্রদেশে কারখানায় বিস্ফোরণে বাংলার নয় শ্রমিকের পাশে দাঁড়িয়ে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম৷ রবিবার মালদহে মৃত শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়ে মন্ত্রী

দু’লক্ষ টাকা-সহ চাকরি দেওয়ার ঘোষণা রাজ্যের

ইংরেজবাজার: নজরে ভোট৷ ভোট ব্যাংক সুরক্ষায় সরকারি দান খয়রাতিতে ফের পা বাড়াল রাজ্য৷ বিরোধীদের তরফে এই অভিযোগ তোলা হলেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ রাজ্য সরকার৷ আর তার জেরেই উত্তরপ্রদেশে কারখানায় বিস্ফোরণে বাংলার নয় শ্রমিকের পাশে দাঁড়িয়ে সরকারি চাকরি ও আর্থিক সাহায্য ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম৷

রবিবার মালদহে মৃত শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকাহত৷ তিনি আমাদের আজ পাঠিয়েছেন মৃত শ্রমিকদের পাশে দাঁড়াতে৷ মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, মৃত শ্রমিকদের দু’লক্ষ টাকা ও আইসিডিএসে চাকরি দেওয়া হবে৷ আজ তাঁদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে৷’’

উত্তরপ্রদেশে বারানসীর কারখানায় বিস্ফারণের ঘটনায় শনিবার শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মালদহের যে ৯ জন শ্রমিক ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে মালদহ পুলিশ প্রশাসন সব রকম সাহায্য করবে।

পাশাপাশি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ একটি আজ মালদহে যান। অন্যদিকে বিষমদে অসমে ৮০ জনের মৃত্যুতেও শোকপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আমাদের সকলকে এক হয়ে এইধরণের মর্মান্তিক দুর্ঘটনার মোকাবিলা করতে হবে৷

জানা গিয়েছে, শনিবার দুপুরে উত্তরপ্রদেশে বাজি কারখানায় কাজ করতে গিয়ে মৃত মালদহের ৯ জন শ্রমিক৷ ওই বাজি কারখানায় আজ সকালে একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে প্রায় ১৬ জন মৃত্যু হয়েছে। মৃতেদের অধিকাংশই মালদহের মানিকচক এলাকার এনায়েতপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বিল্ডিংটাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভেঙে পড়েছে আশপাশের আরও তিনটি বাড়িও। ওই কার্পেট কারখানায় বেআইনি ভাবে বাজিও তৈরি হত বলে সূত্রের খবর। কারখানার ভেতরে অনেক বাজি মজুত করা ছিল। সেখানে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার হওয়া ১০টি মৃতদেহের মধ্যে ৯টিই এ রাজ্যের মালদা জেলা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =