সুখবর! নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যের, চলছে শূন্যপদের হিসেব

সুখবর! নতুন শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যের, চলছে শূন্যপদের হিসেব

কলকাতা: মেধা তালিকায় চূড়ান্ত অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা৷ দীর্ঘ মামলা জটে থমকে গিয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি জারি হলেও এখনও পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ ও শূন্যপদের কোন তথ্য দিতে পারেনি রাজ্য৷ দীর্ঘ ৭ বছর ধরে উচ্চ প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ না হওয়ায় ক্ষোভ জমছে চাকরি প্রার্থীদের মধ্যে৷ নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবি সহ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ দাবিতে সরব হয়েছেন বাংলার কয়েক লক্ষ চাকরিপ্রার্থী৷ গোটা বাংলা জুড়ে বাড়তে থাকা অসন্তোষ রুখতে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য শিক্ষক পদের হিসাবের প্রক্রিয়া শুরু করল বিকাশ ভবন৷

খবরে প্রকাশ, মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের শূন্যপদের হিসেব নিতে বিভিন্ন জেলার ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে৷ বিকাশ ভবন সূত্রে খবর, শিক্ষক বদলির-সহ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ২০১৮ সালের ৮ মার্চের পর থেকে তৈরি হওয়া শূন্যপদের হিসেব চাওয়া হয়েছে বলে বাংলার প্রথমশ্রেণির সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে৷

সূত্রের খবর, মেধাতালিকায় চূড়ান্ত অনিয়মের কারণে উচ্চ প্রাথমিকে নিয়োগ থমকে গিয়েছে৷ নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট৷ প্রায় ৭ বছর সেই নিয়োগ কাটাতে না পেরে এবার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা দফতর৷ নতুন নিয়োগে ছাত্র-শিক্ষক অনুপাত ৪০:১ থেকে কমিয়ে ৩৫:১ করা হতে পারে বলে খবর৷ ৩:২ ফর্মুলার ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে পারে খবরে প্রকাশ৷ তাতে শিক্ষক ঘাতটি মেটানো যাবে বলে মনে করছে বিকাশভবন৷

সূত্রের খবর, নতুন বিজ্ঞপ্তি জারি হলে অনলাইন নির্ভরতা বাড়তে পারে৷ জানা গিয়েছে, শূন্যপদের হিসাব পাওয়া গেলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে৷ একই সঙ্গে শিক্ষক বদল প্রক্রিয়াও শুরু হতে পারে দ্রুত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =