রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর! সামাজিক সুরক্ষায় বড় উদ্যোগ!

রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুখবর! সামাজিক সুরক্ষায় বড় উদ্যোগ!

কলকাতা: সদ্য আইনে পরিণত হয়েছে ৪টি শ্রম বিল৷ তাতে  দেশের শ্রমজীবী মানুষ সামাজিক সুরক্ষার আওতায় আসার সুযোগ পাবেন৷ কেন্দ্রের এই উদ্যোগের পর এবার রাজ্য সরকারের তরফে এক সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বড়সড় উদ্যোগ নিতে চলেছে৷

জানা গিয়েছে, রাজ্য সরকারি দফতরে যত চুক্তিভিত্তিক কর্মী আছে, তাঁদের প্রভিডেন্ড ফান্ডের আওতায় আনা হবে৷ নানা দফতর ও বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত অস্থায়ী কর্মচারীদেরও ভবিষ্যৎ নিশ্চিত করতে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর৷ গোটা প্রক্রিয়াটি বাস্তবায়িত করতে সরকারি দফতরে ধাপে ধাপে কাজ শুরু করে দিয়েছে আঞ্চলিক পিএফ কর্তৃপক্ষ৷ সম্প্রতি রাজ্য ও কলকাতা পুলিশ এবং শ্রম দফতরকে চিঠিও পাঠিয়েছে পিএফ কর্তৃপক্ষ৷ যাতে গোটা প্রক্রিয়া দ্রুত করা যায়৷ পাশাপাশি নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসারও প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর৷

বাংলার একটি দৈনিকে প্রকাশ, গোটা বিষয়টি নিশ্চিত করতে নব মহাকরণে শ্রম দফতরের অতিরিক্ত মুখ্যসচিব সৈয়দ আহমেদের সঙ্গে একটি বৈঠক হয় আঞ্চলিক পিএফ দফতরের শীর্ষ কর্তাদের৷ সেখানে প্রাথমিক আলোচনা হলেও সরকারের তরফে এখনও কোনও সবুজ সঙ্কেত আসেনি৷ নবান্নের ছাড়পত্র মিললেই রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীসা মাজিক সুরক্ষার আওতায় আসার সুযোগ পাবেন৷

এই মুহূর্তে সামাজিক সুরক্ষার আওতায় রয়েছেন সিভিক থেকে শুরু করে গ্রিন, ভিলেজ পুলিশ থেকে শিক্ষক-সহ নির্দিষ্ট মাসিক বেতনের ভিত্তিতে কাজকরা প্রায় সাড়ে ৩ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী৷ প্রতি মাসে বেতনের কিছু অংশ জমা পড়ে  প্রভিডেন্ড ফান্ডে৷ ইপিএফ সুবিধা চালু হলে কর্মীদের বেতনের ১২ শতাংশ নিয়োগকারী  প্রভিডেন্ড ফান্ডে জমা দিয়ে থাকে৷ রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা এই সুবিধার আওতায় পড়লে, তাঁদের বেতনের কিছুটা অংশ জমা দিতে হবে নবান্নকে৷ তবে, গোটা বিষয়টি চালু করার আগে ব্যয়ভারের দিকেও নজর রাখছে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *