কলকাতা: দেখা নেই মহার্ঘ ভাতা৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে বেতন কমিশনের ভবিষ্যৎ৷ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই সাত মাস বাড়ানো হয়েছে৷ আর তার জেরে দীর্ঘ হচ্ছে বেতন বঞ্চনার ক্ষোভ৷ বেতন কমিশন কার্যকর করার দাবিতে ইতিমধ্যেই বিধানসভার সবর হয়েছেন বিরোধীরা৷ দীর্ঘদিন ধরে বেতন অসন্তোষ প্রভাব পড়েছে ইভিএমে৷ ভোট গণনায় দেখা গিয়েছে, ব্যাটল পেপারে বিজেপির দখলে গিয়েছে অন্তত ৩৪ টি আসন৷ নির্বাচন কমিশনের তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরের৷ এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অসন্তোষ কিছুটা মেটাতে ছুটির ঘোষণা রাজ্য সরকারের!
রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দপ্তর৷ ছুটির বিজ্ঞপ্তি জারি করে অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর সোমবার ছুটি৷ ‘কারাম পুজো’ উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে৷ তবে এই ছুটি উপভোগ করতে পারবেন শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ের সরকারি কর্মীরাই৷ আদিবাসী এলাকায় অবস্থিত সরকারি দপ্তরের কর্মীরা এই ছুটি পাবেন৷
বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকা কিংবা আদিবাসী সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন৷ তবে, কারাম পুজোর জন্য আদিবাসী কর্মীদের ছুটি গ্রহণযোগ্য হলেও অন্য কর্মীদের তা প্রযোজ্য হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ (বিজ্ঞপ্তি দেখুন এই লিঙ্কে- wbfin.nic.in/writereaddata/4876.pdf)
আদিবাসী সম্প্রদায়ের একটি উৎসব৷ কারাম যৌবন ও তারুণ্যের প্রতীক৷ কৃষিভিত্তিক পুজো বলে পরিচিত এই কারাম পুজো৷ ভাদ্র মাসের পূর্ণিমার ১১ দিনের মাথায় উদযাপিত হয়ে থাকে এই পুজো৷ মূলত তরুণ প্রজন্ম এই পুজো করে থাকেন৷
এক নজরে দেখেনিন, চলতি বছরের শেষ তৃতীয় ত্রৈমাসিকের ছুটির তালিকা৷ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ২৯ দিন ছুটি রয়েছে৷ যদিও, আগেই এই তালিকা প্রকাশ করেছে শিক্ষা দপ্তর৷ কিন্তু, সামনেই পুজো৷ কিছু দিন পর থেকেই শুরু হয়ে যাবে উৎসবের মরসুম৷ ফলে, উৎসব শুরু হওয়ার আগে এবার একনজরে দেখেনিন, বছর শেষের তিন মাসের ছুটির তালিকা৷
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উপসচিব শিক্ষা পার্থ কর্মকারের সই করা গত নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর মহরম মঙ্গলবার ছুটি ঘোষণা হয়েছে৷ এরপর মহালয়া উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর শনিবার ছুটি দেয়া হয়েছে৷ গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে ২ অক্টোবর বুধবার ছুটি৷ দুর্গাপুজোয় পঞ্চমী থেকে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত টানা ২৩ দিনের ছুটি মিলবে৷ ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে৷ এরপর ছট পুজো ২ নভেম্বর শনিবার ছুটি৷ গুরু নানকের জন্মদিনে ১২ নভেম্বর মঙ্গলবার ছুটি দেয়া হয়েছে৷ এরপর বড়দিন ২৫ ডিসেম্বর বুধবার ছুটি দেওয়া হয়েছে৷