কলকাতা: চলতি বছরের মধ্যেই পে-কমিশন চালুর আশ্বাস আগেই মিলেছে৷ মহার্ঘ ভাতা মামলার রায় গিয়েছে কর্মচারীদের পক্ষে৷ এবার সরকারি কর্মীদের জন্য আরও এক দফায় সুখবর দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের জন্য অন্তত ২২টি জায়গায় আবাসন প্রকল্প তৈরি করা হচ্ছে৷ ৬৫০টি ফ্ল্যাট গড়ে তোলার কাজ চলছে৷ বরানগর ও মাহেশে ইতিমধ্যে আবাসন তৈরি হয়ে গিয়েছে খবর৷ গ্রুপ এ, বি ও সি গ্রেডের কর্মীরা এই সুবিধা পাবেন৷ আবাসনে লিফটের সুবিধা রাখা হচ্ছে৷ কর্মীদের সুবিধার জন্য ৪ তলা বা তার বেশি উচ্চতার বাড়িতে লিফট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
জানা গিয়েছে, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রামে সরকারি কর্মচারী ও অফিসারদের জন্য আবাসন তৈরির কাজে হাত লাগিয়েছে রাজ্য৷ আলিপুরদুয়ারে ৩২টি ফ্ল্যাট তৈরি হচ্ছে৷ দক্ষিণ দিনাজপুরের হাউসিং তৈরি হচ্ছে৷ ডায়মন্ডহারবারে ১৬টি ও পূর্ব মেদিনীপুরের তমলুকের তৈরি হচ্ছে ফ্ল্যাট৷ চলতি বছরের শেষেই ফ্ল্যাট হস্তান্তর করা হতে পারে বলে খবর৷