বাংলার ৬০ হাজার শিক্ষকের বেতন বাড়াল রাজ্য সরকার

কলকাতা: এসএসকে ও এমএসকে শিক্ষকদের নিয়ে বৈঠক করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে ডাকা বৈঠকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ পশ্চায়েত দপ্তর থেকে সরসরি শিক্ষা দপ্তরে নিয়ে আসার ঘোষণা শিক্ষামন্ত্রী৷ এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন বাংলার প্রায় ৬০ হাজার শিক্ষক৷ এসএসকে শিক্ষকদের বেতন বেড়ে হচ্ছে ১০

বাংলার ৬০ হাজার শিক্ষকের বেতন বাড়াল রাজ্য সরকার

কলকাতা: এসএসকে ও এমএসকে শিক্ষকদের নিয়ে বৈঠক করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ আজ, সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে ডাকা বৈঠকে এসএসকে ও এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ পশ্চায়েত দপ্তর থেকে সরসরি শিক্ষা দপ্তরে নিয়ে আসার ঘোষণা শিক্ষামন্ত্রী৷ এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন বাংলার প্রায় ৬০ হাজার শিক্ষক৷

এসএসকে শিক্ষকদের বেতন বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা৷ এসএসকে শিক্ষকদের বর্তমান বেতন ৫ হাজার ৯৯৪ টাকা৷ এমএসকে শিক্ষকদের বেতন বেড়ে হচ্ছে ১৩ হাজার টাকা৷ এমএসকে শিক্ষকদের বর্তমান বেতন ৮ হাজার ৯০০টাকা৷ আট বছর পর এই বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে৷ আগামী বছর পয়লা এপ্রিল থেকে নয়া বেতন কার্যকর করা হবে৷

আন্দোলনকারীদের দাবি ছিল, ত্রিপুরায় এসএসকে, এমএসকে শিক্ষকরা ২১ হাজার টাকা বেতন পান৷ বিহারে ১৯ হাজার টাকা বেতন দেওয়া হলেও বাংলা এসএসকে, এমএসকে শিক্ষকরা পান মাত্র সাড়ে ৮ হাজার টাকা৷ কিন্তু, কেন এই বেতন বঞ্চনা? এরই প্রতিবাদে ১২ জুন বিকাশভবন অভিযান করে খোলা আকাশের নীচে অনশনে বসেন এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ পরে শিক্ষামন্ত্রীর আশ্বাসে তা তুলে নেওয়া হয়৷ এই মুহূর্তে রাজ্যের গ্রামঞ্চলে ১৮ লক্ষ ২২ হাজার ৩২২ পড়ুয়ার পঠনপাঠনের দায়িত্বে রয়েছেন বাংলার এসএসকে, এমএসকে শিক্ষকরা৷ তবে, সেই দাবি পুরোপুরি পূরণ না হলেও বেশ খানিকটা বাড়ল শিক্ষকদের বেতন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =