ভোটের মুখে শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

কলকাতা: বেতন বৈষম্য দূর করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনের সুফল পেলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষাবন্ধু৷ তবে, ২৫ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি মানা না হলেও দীর্ঘ লড়াই আন্দোলনের পর লোকসভা ভোটের মুখে রাজ্যের শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরতদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার৷ শিক্ষাবন্ধুদের বেতন ৫৯৯৪ টাকা থেকে বেড়ে হল ৮৩৯২ টাকা৷ এর

ভোটের মুখে শিক্ষাবন্ধুদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার

কলকাতা: বেতন বৈষম্য দূর করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলনের সুফল পেলেন রাজ্যের কয়েক হাজার শিক্ষাবন্ধু৷ তবে, ২৫ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি মানা না হলেও দীর্ঘ লড়াই আন্দোলনের পর লোকসভা ভোটের মুখে রাজ্যের শিক্ষাবন্ধু এবং সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরতদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার৷ শিক্ষাবন্ধুদের বেতন ৫৯৯৪ টাকা থেকে বেড়ে হল ৮৩৯২ টাকা৷

এর আগে ‘সম কাজে সম বেতনে’র দাবিতে নিজেদের সন্তানদের নিয়ে ‘ভুখা মিছিলে’ পা মেলান রাজ্যের কয়েকশো শিক্ষাবন্ধু৷ ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলও করা হয়৷ সন্তান-আত্মীয় পরিজনদের পথে নামিয়ে বেতন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হন স্নাতকত্তোর যোগ্যতার শিক্ষাবন্ধুরা৷ এর আগেও প্রতিবছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানো, গ্রাচুউটি নূন্যতম ৫ লক্ষ টাকা করা, অবসর গ্রহনের বয়স ৬৫ বছর করা, অন্য রাজ্যে শিক্ষাবন্ধুদের যে বেতন দেওয়া হয় এরাজ্যেও তা চালু করার দাবিও জানান তাঁরা৷ কিন্তু, সব দাবি মেনে না নেওয়া হলেও ভোটের মুখে দু’হাজার টাকা বাড়িয়ে কিছুটা হলেও বিদ্রহ সামাল দিল রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =