Aajbikel

সোমবার সরকারি কর্মীদের ছুটি ঘোষণা রাজ্যের

কলকাতা: দেখা নেই ডিএর৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে ষষ্ঠ বেতন কমিশন৷ তার সময়সীমা ফের বেড়েছে আরও সাত মাস৷ দীর্ঘ দিনের বেতন বঞ্চনা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অসন্তোষ৷ আর সেই অসন্তোষ এবার প্রভাব ফেলেছে ইভিএমে৷ পোস্টাল ব্যালট গণনায় দেখা গিয়েছে বিজেপির দখলে গিয়েছে ৩৯টি আসন৷ নির্বাচন কমিশনের এই তথ্য দেখে
 | 
সোমবার সরকারি কর্মীদের ছুটি ঘোষণা রাজ্যের

কলকাতা: দেখা নেই ডিএর৷ বাড়ছে না বেতন৷ এখনও ঝুলে ষষ্ঠ বেতন কমিশন৷ তার সময়সীমা ফের বেড়েছে আরও সাত মাস৷ দীর্ঘ দিনের বেতন বঞ্চনা নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে তীব্র থেকে তীব্রতর হচ্ছে অসন্তোষ৷ আর সেই অসন্তোষ এবার প্রভাব ফেলেছে ইভিএমে৷ পোস্টাল ব্যালট গণনায় দেখা গিয়েছে বিজেপির দখলে গিয়েছে ৩৯টি আসন৷ নির্বাচন কমিশনের এই তথ্য দেখে মাথায় হাত শাসক শিবিরে৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষ কিছুটা মেটাতে ছুটির ঘোষণা রাজ্যের৷

রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের ছুটি ঘোষণা রাজ্যের৷ কর্মচারীদের জন্য সুখবর দিয়ে আগামী সোমবার ছুটির ঘণ্টা বাজতে চলেছে৷ তবে, গোটা দিন না হলেও বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে সোমবার রাজ্য সরকারের সমস্ত দপ্তর অর্ধদিবস ছুটি থাকবে বলে নবান্ন সূত্রে খবর৷ অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দিন দুপুর দুটোর পর জরুরি পরিষেবার বাইরে থাকা সমস্ত দপ্তর ছুটি হয়ে যাবে৷ এই লিঙ্কে দেখুন বিজ্ঞপ্তি৷ http://www.wbfin.gov.in/writereaddata/3552-F(P2).pdf

সোমবার সরকারি কর্মীদের ছুটি ঘোষণা রাজ্যেরকিংবদন্তী চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসাবে৷ ১৮৮২ সালে জন্ম ও ১৯৬২ সালে ১ জুলাই মৃত্যুদিন৷ বিধানচন্দ্র রায়কে প্রথম চিকিৎসক দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সরকারের তরফে৷

বাংলার অত্যাধুনিক চিকিৎসায় পদ্ধতির রূপকার এই চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই মূলত পালিত হয় এই দিনটি৷ তবে বিভিন্ন দেশে বিভিন্ন দিনে পালিত হয় এই ডক্টরস ডে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে দিনটি পালিত হয় ৩০ মার্চ৷ ব্রাজিলের চিকিৎসক দিবস পালিত হয় ১৮ অক্টোবর৷ ইরানে এই একই দিন পালিত হয় ২৩ অগাস্ট৷ বাংলায় পালিত হয় পয়লা জুলাই৷

Around The Web

Trending News

You May like