সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা রাজ্যের

কলকাতা: কেন্দ্র সরকারের ঝাঁচে এবার রাজ্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন৷ একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও ১০ শতাংশ সংরক্ষণ পাওয়া যাবে৷ আজ, রাজ্য মন্ত্রিসভায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে৷ তবে, এই সংরক্ষণের আওতায় কারা আসবেন? আর্থিক

সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা রাজ্যের

কলকাতা: কেন্দ্র সরকারের ঝাঁচে এবার রাজ্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ ধর্মের ভিত্তিতে নয়, আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন৷ একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও ১০ শতাংশ সংরক্ষণ পাওয়া যাবে৷

আজ, রাজ্য মন্ত্রিসভায় ১০ শতাংশ সংরক্ষণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে৷ তবে, এই সংরক্ষণের আওতায় কারা আসবেন? আর্থিক মানদণ্ড কী হবে, তা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্য মন্ত্রিসভার এই অনুমোদন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত ঐতিহাসিক৷ এদিন শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, যাঁরা যে ক্যাটাগতিরে সংরক্ষণের সুবিধা পেয়ে আসছেন, তাঁরা আগের মতোই সুবিধা পাবেন৷ কিন্তু, যাঁরা এতদিন সংরক্ষণের আওতায় ছিলেন না, কিন্তু আর্থিক ভাবে পিছিয়ে, শুধুমাত্রা তাঁরাই এই ১০ শতাংশের সংরক্ষণের সুবিধা পাবেন৷

২০১৩ সালে উচ্চশিক্ষায় অন্যান্য অনগ্রসর শ্রেণির ওবিসি ছেলেমেয়েদের জন্য ১৭ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা বাংলার সরকার৷ ১৭ শতাংশ ওবিসির মধ্যে ৭ শতাংশ অ-সংখ্যালঘু শ্রেণির, বাকি ১০ শতাংশ সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট করা হয়৷ এখন তফসিলি উপজাতিদের জন্য ৬ শতাংশ, তফসিলি জাতির জন্য ২২ শতাংশ এবং ওবিসি-র জন্য ১৭ শতাংশ, অর্থাৎ মোট ৪৫ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে৷

লোকসভা ভোটের মুখে সাধারণদের মধ্যে আর্থিকভাবে দুর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র৷ আট লক্ষের নীচে বার্ষিক আয় যাদের, পাঁচ হেক্টরের নীচে চাষের জমি ও নিজের বাড়ি হাজার স্কোয়ার ফিটের কম হলে, পুর এলাকায় বাড়ি থাকলে ১০৯ গজের কম জায়গায় বাড়ি ও মিউনিসিপ্যালিটির আওতায় নেই, এমন এলাকায় বাড়ি থাকলে ২০৯ গজের কম জায়গায় বাড়ি থাকলে কেন্দ্রের সংরক্ষণ পাওয়া যাতে পারে৷

যদিও, গত সপ্তাহে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে মুখ খোলেন৷ চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা তুলে না দিলে দেশের হল ফেরানো কঠিন বলেও তিনি মন্তব্য করেন৷ এই নিয়ে দেশের রাজনীতিতে শুরু হয় নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + sixteen =