নিয়োগ শুরু করেছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন

নিয়োগ শুরু করেছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন

গ্যাংটক: ফিশারিজ ব্লক অফিসার ও ফিশারিজ গ্রেড পদে নিয়োগ শুরু করেছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন৷ সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট  www.spscskm.gov.in এ গিয়ে আবেদন করতে হবে৷ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ দিন ১৫ সেপ্টেম্বর, ২০২১।
 

শূন্যপদ
ফিশারিজ ব্লক অফিসার পদে ১১টি এবং ফিশারিজ গার্ড পদে ১৩টি শূন্যপদ রয়েছে।

 

যোগ্যতা
ফিশারিজ ব্লক অফিসার পদে আবেদনের জন্য ফিশারিজ নিয়ে স্নাতক হতে হবে এবং ফিশারিজ গার্ড পদে আবেদন করতে জুলজিতে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এসব ছাড়াও প্রার্থীদের আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
প্রথমেই সিকিম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে যে রিক্রুটমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট ট্যাব আসবে, সেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এবার প্রার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে সঙ্গে দিতে হবে সক্রিয় ইমেল আইডি ও ফোন নম্বর। রেজিস্ট্রেশন হয়ে গেলে লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে। এর পর প্রয়োজনীয় সব তথ্য আপলোড করতে হবে এবং আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে৷

 

বাছাই প্রক্রিয়া
প্রত্যেককে প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। তার পর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষার দিনক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে। তাই প্রার্থীদের আবেদনের পর ওয়েবসাইটটি বার বার চেক করে যেতে হবে৷ 

বয়স
আবেদনের জন্য জুলাই ৩১, ২০২১ অনুযায়ী প্রার্থীর ন্যূনতম ২১ বয়স হতে হবে৷ বয়ের সর্বোচ্চ সীমা ৩০।

 

বেতন
ফিশারিজ গার্ড পদের নিযুক্তরা পে ম্যাট্রিক্সের লেভেল ৬ অনুযায়ী বেতন পাবেন। ফিশারিজ ব্লক অফিসাররা পে ম্যাট্রিক্সের লেভেল ১০ অনুযায়ী বেতন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *