সপ্তম বেতন কমিশন এখনই কার্যকর হচ্ছে না: শিক্ষামন্ত্রী

কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই চালু করা হবে না। তা করা হলে সরকারকে বাজার থেকে টাকা ধার করে মেটাতে হবে। রবিবার নিখিলবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির ৩৫ তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের সব হিসেবনিকেশ করা হয়ে গিয়েছে। সপ্তম বেতনক্রম চালু করা হলে, অধ্যাপকদের বর্ধিত বেতন ও

সপ্তম বেতন কমিশন এখনই কার্যকর হচ্ছে না: শিক্ষামন্ত্রী

কলকাতা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সপ্তম বেতনক্রম এখনই চালু করা হবে না। তা করা হলে সরকারকে বাজার থেকে টাকা ধার করে মেটাতে হবে। রবিবার নিখিলবঙ্গ সরকারি কলেজ শিক্ষক সমিতির ৩৫ তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের সব হিসেবনিকেশ করা হয়ে গিয়েছে। সপ্তম বেতনক্রম চালু করা হলে, অধ্যাপকদের বর্ধিত বেতন ও বকেয়া টাকা মিলিয়ে আড়াই হাজার কোটি টাকা লাগবে। যেভাবে রাজ্য দেনায় ডুবে রয়েছে, তাতে এই টাকা বাজার থেকে তুলে মেটাতে হবে। মন্ত্রীর এই মন্তব্যে স্বভাবতই হতাশ অধ্যাপকরা।

২০১৮ সালের জুলাই মাসে অধ্যাপকদের সপ্তম নতুন বেতনক্রম চালু করার কথা জানিয়েছিল কেন্দ্র। রাজ্যগুলিকে সেই মতো পদক্ষেপ করার কথা বলেছিল কেন্দ্র। কিন্তু তারপর বহু রাজ্য তাদের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নয়া বেতনক্রম কার্যকর করে ফেললেও, পশ্চিমবঙ্গ তা করেনি এখনও। এ নিয়ে প্রায় সবক’টি অধ্যাপক সংগঠন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনও দিয়েছে। তবে এদিন কয়েক হাজার অধ্যাপকের আশায় কার্যত জল ঢেলে দিলেন মন্ত্রী। তাঁর স্পষ্ট কথা, যেটা পারব সেটা বলব। ঘোষণা করে দেব, কিন্তু তা পাঁচ বছর পর লাগু হবে, সেরকম কিছু বলতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twenty =