শিক্ষক নিয়োগে বড়সড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের

কলকাতা: দাড়িভিটকাণ্ডের পর অবশেষে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের গতি বাড়াল স্কুল শিক্ষা দপ্তর৷ আগামী সপ্তাহের মধ্যেই ৬২৩৮ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে৷ সূত্রের খবর, আজ সন্ধ্যা অথবা সোম-মঙ্গলবারের মধ্যেই নবম-দশম শ্রেণিতে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র বিলি করার বিজ্ঞপ্তি দিতে স্কুল সার্ভিস কমিশন৷ দাড়িভিট কাণ্ডের পর থেকেই নবম-দশম

শিক্ষক নিয়োগে বড়সড় সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের

কলকাতা: দাড়িভিটকাণ্ডের পর অবশেষে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের গতি বাড়াল স্কুল শিক্ষা দপ্তর৷ আগামী সপ্তাহের মধ্যেই ৬২৩৮ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে৷ সূত্রের খবর, আজ সন্ধ্যা অথবা সোম-মঙ্গলবারের মধ্যেই নবম-দশম শ্রেণিতে সফল চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র বিলি করার বিজ্ঞপ্তি দিতে স্কুল সার্ভিস কমিশন৷

দাড়িভিট কাণ্ডের পর থেকেই নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখে কমিশন৷ শূন্যপদ সংক্রান্ত বিভ্রাটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া৷ পুজোর আগেই কাউন্সেলিং শেষ হয়ে গেলেও তা এদিন খমকে ছিল৷ শিক্ষা দপ্তর সূত্রে খবর, দু’এক দিনের মধ্যেই নিয়োগপত্র বিলি করা হবে৷ কিন্তু, ওয়েটিংটা কবে ডাক পাবেন? এই সংক্রান্ত খবর জানতে নজর রাখুন আজ বিকেল ডট কমে৷

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

অবিলম্বে জয়েনিং দেওয়ার দাবি জানিয়ে এর আগে কমিশনের দপ্তরে হাজির হান নবম-দশম শ্রেণির সফল চাকরিপ্রার্থীদের একাংশ৷ কাউন্সেলিং হয়ে গেলেও এখনও স্কুলে জয়েন্ট করার ছাড়পত্র না মেলায় ক্ষোভে ফেটে পড়েন সফল চাকরিপ্রার্থীরা৷ দ্রুত নিয়োগের দাবি জানিয়ে হাতে হাতে নিয়োগ পাওয়ার আবেদন জানান চাকরি প্রার্থীরা৷ কমিশনের তরফে সহযোগিতা না পেয়ে আত্মহত্যার হুমকিও দেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ পরে, কমিশনের তরফেই সুখবর দেওয়ার কথা জানানো হয়৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 4 =