শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, এবার হস্তক্ষেপ মোদির

নয়াদিল্লি: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে চরম কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগ৷ এবার সেই ক্যাগ রিপোর্ট প্রকাশ হওয়ার পর বাংলায় শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির পর্দাফাঁস করতে হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জেরে গতবছর ২১ সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ ওই ঘটনার প্রায় ১০ মাসের মাথায়

efce4dc6aae08a79cfb937ad1fde4e4e

শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি, এবার হস্তক্ষেপ মোদির

নয়াদিল্লি: শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে চরম কেলেঙ্কারির প্রমাণ পেয়েছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া বা ক্যাগ৷ এবার সেই ক্যাগ রিপোর্ট প্রকাশ হওয়ার পর বাংলায় শিক্ষক নিয়োগে কেলেঙ্কারির পর্দাফাঁস করতে হস্তক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বাংলায় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির জেরে গতবছর ২১ সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ ওই ঘটনার প্রায় ১০ মাসের মাথায় দাড়িভিট হাইস্কুলের ঘটনায় হস্তক্ষেপ করে বাংলায় শিক্ষক নিয়োগের কেলেঙ্কারিক বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন খোদ প্রধানমন্ত্রী৷ ইতিমধ্যেই দাড়িভিট হাইস্কুলের ছাত্র বিক্ষোভে গুলিতে মৃত দুই ছাত্রের পরিবারকে চিঠি পাঠিয়ে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে ইতিমধ্যেই দিল্লির ট্রেনও ধরেছেন মৃত পড়ুয়াদের পরিবার৷ মোদির সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের আর্জিও জানাতে চলেছেন মৃতের পরিবার৷ সূত্রের খবর, দাড়িভিট হাইস্কুলের ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করে এবার শিক্ষক নিয়োগের কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এনে রাজ্য সরকারকে বিপাকে ফেলতে পারে কেন্দ্র৷

ক্যাটের সম্প্রতিক রিপোর্টে রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে৷ ক্যাগের তরফে তথ্য প্রমাণ পেশ করে স্কুল সার্ভিস কমিশনের সহকারি শিক্ষক, প্রধান শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ ক্যাগের এই রিপোর্ট প্রকাশ হতেই এবার সংসদে এসএসসির দুর্নীতি তুলে ধরে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷

গতবছর ২১ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ পড়ুয়া-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় স্কুল চত্বর৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ সরকার নামের এক প্রাক্তন ছাত্রের৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাপস বর্মণ নামে আরও এক প্রাক্তনীর৷ এই ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি৷ নিহত ছাত্রদের পরিবারের দাবি করে, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে রাজেশ সরকার ও তাপস বর্মনের৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেন উত্তর দিনাজপুর পুলিশ সুপার৷ পুলিশের গুলিতে ছাত্রদের মৃত্যু হয়নি বলে ইটালিতে দাঁড়িয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

যদিও সেই দাবি কোনওভাবেই মানেনি নিহত ২ ছাত্রের পরিবার৷ দাড়িভিট হাইস্কুলকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজায় শোরগোল পড়ে যায় রাজ্যে৷ শেষ পর্যন্ত দাড়িভিটকাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করে ২ নিহত ছাত্রের পরিবার৷

সন্তানদের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানতে সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা৷ হাইকোর্টে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানায় ২ পরিবার৷ নিহত ছাত্রদের পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতেই রিপোর্ট তলব করেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী৷

ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনার পর থেকেই অনির্দিষ্টকালের বন্ধ হয়ে যায় দাড়িভিট হাইস্কুল৷ তারপর কর্তৃপক্ষ বেশ কয়েকবার স্কুল খোলার পদক্ষেপ নিলেও, সে চেষ্টা ব্যর্থ হয়৷

অবশেষে প্রবল টানাপোড়েনের পর প্রায় ২ মাসের মাথায় ১০ নভেম্বর খোলে দাড়িভিট হাইস্কুল৷ তবে, সেদিনও স্কুল খোলা নিয়ে বিক্ষোভ দেখায় নিহত ছাত্রদের পরিবার ও গ্রামবাসী৷ প্রধান শিক্ষক ও সহ প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷ একইসঙ্গে জেলাশাসকের উপস্থিতিতে ধৃত ৮ গ্রামবাসীকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা৷ দুই ছাত্রের খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও অনড় থাকেন তাঁরা৷ নতুন করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে৷

শেষপর্যন্ত ইসলামপুর মহকুমা শাসকের আশ্বাসে স্কুল খোলায় রাজি হন আন্দোলনকারী গ্রামবাসীরা৷ ফের শুরু হল পঠনপাঠন৷ স্কুল খোলার পর নিহত ২ প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মনের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করেন পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকারা৷ তারপর শুরু হয় পঠনপাঠন৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *