রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

কলকাতা: বিজ্ঞপ্তি জারির এক বছর পর রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ পরীক্ষা নেওয়ার দেড় মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে৷ তবে, ফল প্রকাশিত হলেও পুলিশের ওয়েবসাইটে চাপ বেড়ে যাওয়ায় আপাতত তা খুলছে না৷ সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেওয়া এই মুহূর্তে ফলাফল জানা না গেলেও রাতের দিকে চেষ্টা করা যেতে

রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

কলকাতা: বিজ্ঞপ্তি জারির এক বছর পর রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ পরীক্ষা নেওয়ার দেড় মাসের মধ্যেই ফলাফল প্রকাশিত হয়েছে৷ তবে, ফল প্রকাশিত হলেও পুলিশের ওয়েবসাইটে চাপ বেড়ে যাওয়ায় আপাতত তা খুলছে না৷ সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেওয়া এই মুহূর্তে ফলাফল জানা না গেলেও রাতের দিকে চেষ্টা করা যেতে পারে৷ নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখা যাবে ফলাফল৷

জানা গিয়েছে, মোট শূন্যপদের মধ্যে ১৫ শতাংশ পদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে এনভিএফ ও হোম গার্ড হিসাবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য সংরক্ষিত করা আছে৷ ১০ শতাংশ পদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে সিভিক ভলেন্টিয়ার হিসাবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য সংরক্ষিত করার বিজ্ঞপ্তি আগেই জারি করা হয়৷ ফলাফল দেখা যাবে এই লিঙ্কে- http://wbpolice.gov.in/WBP/Common/WBP_Result.aspx?RecId=2018/0005&NotId=168

লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের নেওয়া হবে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট৷ ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড় পরীক্ষা দিতে হবে৷ পিএমটি ও পিইটি পরীক্ষায় উত্তীর্ণদের ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ সেটা হবে ৮৫ নম্বরের৷ ১টি ভুল উত্তরের জন্য দশমিক ৪ নম্বর কাটা যাবে৷ এরপর সফলদের নেওয়া হবে ১৫ নম্বরের ইন্টারভিউ৷ চূড়ান্তভাবে নির্বাচিত হলে পুলিশ ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষাও আছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =