২৫৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু

২৫৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু

পুণে: প্রজেক্ট ইঞ্জিনিয়র সহ একাধিক পদে নিয়োগ করতে চলেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। অফিসিয়াল ওয়েবসাইট cdac.in-এ অনলাইনে আবেদন করা যাচ্ছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২১। সংস্থার তরফে জানানো হয়েছে, মোট তিনটি পদের জন্য চুক্তির ভিত্তিতে সংস্থার পুণে সেন্টারের জন্য নিয়োগ করা হবে।
 

শূন্যপদের বিবরণ
প্রজেক্ট ইঞ্জিনিয়র, প্রজেক্ট অ্যাসোসিয়েট ও প্রজেক্ট সাপোর্ট স্টাফ পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ২৫৯টি। এর মধ্যে রয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়র- ২৪৯টি 
প্রজেক্ট অ্যাসোসিয়েট- ৪টি 
প্রজেক্ট সাপোর্ট স্টাফ- ২টি 

 

যোগ্যতা 
আবেদনের জন্য প্রার্থীকে এআইসিটিই বা ইউজিসি থেকে বা অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেগুলার কোর্সে উত্তীর্ণ হতে হবে। কোনও অটোনমাস শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোর্স করা হলে, তা ভারতের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হতে হবে এবং ইন্টারভিউয়ের সময় তার সার্টিফিকেট দেখাতে হবে। কোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিজিপিএ/ ওজিপিএ বা লেটার (A, A+) দেওয়া হলে তার সমতুল্য কোনও পার্সেন্টেজ আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে৷ তারপর সেখান থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

 

বয়স
এসসি, এসটি, ওবিসি, প্রতিবন্ধী বা এক্স-সার্ভিসম্যানদের জন্য ভারত সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় দেওয়া হবে। সরকারি চাকরি করেন যাঁরা, তাঁরা বয়সের ক্ষেত্রে ৫ বছর ছাড় পাবেন।

 

আবেদন ফি
আবেদনের জন্য প্রত্যেককে ৫০০ টাকা করে দিতে হবে। অনলাইনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। এসসি, এসটি, পিডব্লিউডি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। মহিলাদেরও ফি বাবদ কোনও টাকা দিতে হবে না। সংস্থার তরফে জানানো হয়েছে, ফি জমা দেওয়ার ক্ষেত্রে কোনও ক্যাশ, চেক বা ডিডি গ্রহণযোগ্য নয়৷ আবেদনপত্রের ফি ফেরতযোগ্য নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =