৩৩ হাজার ৬৮৭ শূন্যপদে কর্মী নিয়োগ রাজ্যের

কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ হচ্ছে না৷ হলেও ওঠে দুর্নীতির অভিযোগ৷ এমনই দাবি করে থাকেন বিরোধীরা৷ বিরোধীদের সেই দাবি উড়িয়েও একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবর্তনের সরকারের আমলে রাজ্যে অন্তত এক কোটির ওপর কর্মসংস্থান হয়েছে৷ দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে আনা গিয়েছে৷ এই নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর থাকলেও এবার ২০২১-এর বিধানসভা

৩৩ হাজার ৬৮৭ শূন্যপদে কর্মী নিয়োগ রাজ্যের

কলকাতা: পশ্চিমবঙ্গে নতুন নিয়োগ হচ্ছে না৷ হলেও ওঠে দুর্নীতির অভিযোগ৷ এমনই দাবি করে থাকেন বিরোধীরা৷ বিরোধীদের সেই দাবি উড়িয়েও একাধিকবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিবর্তনের সরকারের আমলে রাজ্যে অন্তত এক কোটির ওপর কর্মসংস্থান হয়েছে৷ দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়ে আনা গিয়েছে৷ এই নিয়ে শাসক-বিরোধী চাপানউতোর থাকলেও এবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ৩৩ হাজার ৬৮৭ শূন্য পদে কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে নবান্ন৷

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে এই পদে কর্মী নিয়োগ করা হবে৷ গ্রুপ এ, বি, সি ও ডি গ্রুপের ওই শূন্যপদে নিয়োগ হবে৷ অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে, নিয়োগ হবে জরুরি ভিত্তিতে৷ স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে৷ তবে, কোন দপ্তরে কত কর্মী নিয়োগ হবে সে বিষয়ে এখনও কোনও বিস্তারিত তথ্য না জানানো হলেও না হলেও গ্রুপ অনুযায়ী শূন্য পদের সংখ্যা জানানো হয়েছে৷

রাজ্যের তরফে শূন্যপদের তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, গ্রুপ এ ক্যাটাগরিতে মোট শূন্যপদ ৪০৫৭টি৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ২২৩১টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ৮৯৩টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ২৪৩টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪০৬টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ২৮৪টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ১৬২টি৷
প্রুপ-বি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৯১২৭টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৫০১৯টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ২০০৮টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৫৪৮টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯১৩টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৬৩৯টি আসন৷ ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ৩৬৫টি৷

প্রুপ-সি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ১৩৭২৩টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৭৫৪৮টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ৩০১৯টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৮২৩টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ১৩৭২টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৯৬১টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ৫৪৯টি৷

প্রুপ-ডি ক্যাটাগরিতে মোট শূন্যপদ রয়েছে ৬৭৮০টি আসন৷ সাধারণ প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যান ৩৭২৯টি আসন, তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত ১৪৯১টি আসন, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪০৭টি আসন, ওবিসি-এ প্রার্থীদের জন্য সংরক্ষিত ৬৭৮টি আসন, ওবিসি-বি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৪৭৫টি আসন ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন ২৭১টি৷

তবে, এই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি কবে জারি করা হবে, তা অবশ্য জানানো হয়৷ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আজ বিকেল ডট কমে তা প্রকাশ করা হবে৷ ফলে, চাকরির বাজারের খবর পেতে AajBikel ডট কমে চোখ রাখুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =