নিয়োগে ‘খামতি’, তবুও ৬ লক্ষ পদ তুলে দিচ্ছে রেল

নয়াদিল্লি: নতুন নিয়োগ দূরস্থ৷ এবার ৬ লক্ষ পদ তুলে দিচ্ছে রেল মন্ত্রক! ৩ লক্ষের ওপর শূন্যপদ থাকলেও বাধ্যতামূলক অবসরের নামে কর্ম ছাঁটাইয়ের মুখে ৩ লক্ষ রেলকর্মী৷ পর্যবেক্ষক মহলের ধারণা, ৩ লক্ষ শূন্যপদের সঙ্গে ৩ লক্ষ কর্মীকে আগান অবসরে পাঠিয়ে ৬ লক্ষ পদে বিলোপ ঘটাতে চলেছে রেল মন্ত্রক৷ রেলের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে, ৩০

নিয়োগে ‘খামতি’, তবুও ৬ লক্ষ পদ তুলে দিচ্ছে রেল

নয়াদিল্লি: নতুন নিয়োগ দূরস্থ৷ এবার ৬ লক্ষ পদ তুলে দিচ্ছে রেল মন্ত্রক! ৩ লক্ষের ওপর শূন্যপদ থাকলেও বাধ্যতামূলক অবসরের নামে কর্ম ছাঁটাইয়ের মুখে ৩ লক্ষ রেলকর্মী৷ পর্যবেক্ষক মহলের ধারণা, ৩ লক্ষ শূন্যপদের সঙ্গে ৩ লক্ষ কর্মীকে আগান অবসরে পাঠিয়ে ৬ লক্ষ পদে বিলোপ ঘটাতে চলেছে রেল মন্ত্রক৷

রেলের তরফে সার্কুলার জারি করে জানানো হয়েছে, ৩০ বছর চাকরি করে ফেলেছেন এখন কর্মীদের কর্মদক্ষতা বিবেচনা করা হবে৷ দ্রুততার সঙ্গে রেলের জোনাল ম্যানেজাররা তা পর্যালোচনা করবেন৷ কর্মদক্ষতা দেখে তাঁদের আগাম অবসরের ব্যাধ্য করার ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া শুরু হলেও কর্মী ছাঁটাইয়ের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছে রেল৷ রেলের দাবি, কর্মীদের পারফরমেন্স খতিয়ে দেখতে রুটিন প্রক্রিয়া শুরু করা হয়েছে৷

রেলবোর্ডের সার্কুলারে উল্লেখ করা হয়েছে, ৫৫ বছর বয়স বা ৩০ বছরের চাকরি জীবন কাদের পূর্ণ হয়েছে সেই রেলকর্মীদের তালিকা প্রস্তুত করতে৷ ২০২০ সালের মার্চের মধ্যে তালিকা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ রেলমন্ত্রকের এই সিদ্ধান্তে সরাসরি ৩ লক্ষ কর্মরত রেলকর্মী বাধ্যতামূলক অবসরে চলে যাবেন বলেই অনেকেই মনে করছেন৷ গত পাঁচ বছরে রেলে নিয়োগ থমকে৷ বর্তমানে রেলে শূন্যপদ ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে বলে রেল নিজেই ঘোষণা করেছে৷ রেলের লক্ষ্য, শূন্যপদে নিয়োগ বন্ধ রেখে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মীদের ফের নতুন করে পুনর্নিয়োগ করা৷ খরচ কমানোর লক্ষ্যে এমনই ভয়াবহ পথে হাঁটতে চাইছে ভারতীয় রেল৷ মত পর্যবেক্ষক মহলের৷

গোটা দেশে প্রতিদিন ২২ হাজার জোড়া রেল চলে৷ আড়াই কোটি যাত্রী যাতাযাত করেন৷ গোটা ব্যবস্থার সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছেন রেলকর্মীরা৷ এখন তাদের ছাঁটাই করে রেলকে বেসরকারিকরণ করতে চাইছে রেলবোর্ড? উঠে প্রশ্ন৷

পূর্ব রেলে বর্তমানে ২১ হাজারে ওপর শূন্যপদ রয়েছে৷ পূর্ব রেলের ঘোষিত অনুমোদিত পদের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৮৩৭৷ এই মুহূর্তে কর্মরত আছেন ১ লক্ষ ৮ হাজার ৬২৪ কর্মী৷ এই কর্মরতদের মধ্য খোঁজ চলছে ৫৫বছর বয়স পার হওয়া কর্মীদের৷ তাঁদের তো বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =