কলকাতা: পঞ্চায়েতের স্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতি ও ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়ার দাবিতে এবার রাজপথে নামলেন রাজ্যের কয়েক হাজার ভলান্টিয়ার ওয়াটার ফ্যাসিলিটেটর কর্মী৷
মূলত পঞ্চায়েত এলাকায় জলের নমুনা সংগ্রহকারী হিসাবে অস্থায়ীভাবে তাঁদের নিয়োগ করা হয়৷ কিন্তু অভিযোগ জলের গুণগত মানের নজরদারি করার ক্ষেত্রে এই কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন৷ কিন্তু তাদের নির্দিষ্ট কোনও বেতন বা ভাতা দেওয়া হয় না৷ নমুনা প্রতি সমতলভূমি এলাকায় ১৫০ টাকা ও সুন্দরবন পাহাড়ি এলাকার ২০০ টাকা করে দেওয়া হয়৷ অধিকাংশ ক্ষেত্রেই পঞ্চায়েত প্রধান সেই টাকা দিতে চান না বলেও অভিযোগ৷ এমনকী, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ৷ কাজ থেকে তাঁদেরকে বহিষ্কার করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷
এই মুহূর্তে রাজ্যের প্রতিটি জেলায় অসংখ্য ওয়াটার ফ্যাসিলিটেটর কর্মীকে গ্রাম পঞ্চায়েত থেকে তাঁদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ৷ রাজ্যের শতাধিক কর্মীকে নানান অজুহাতে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ৷ আর এই সমস্যা সমাধানের লক্ষ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে বিষয়টি স্মারকলিপি আকারে তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ ওয়াটার ফেসিলিটেটরস ইন মনিটরিং ওয়েলফেয়াপ অ্যাসোসিয়েশন৷
সংগঠনের অভিযোগ, পঞ্চায়েত ভবন অভিযান করা হলে পুলিশ আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ আটকে রাখে৷ হেনস্থা করে বলেও অভিযোগ৷ প্রায় সাত থেকে আট ঘণ্টা তাঁদেরকে আটকে রেখে ছেড়ে দেওয়া হয়৷ গোটা ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পঞ্চায়েত দপ্তরের এই কর্মীরাই৷