DA মামলায় ফের ধাক্কা রাজ্যের, গুরুত্বপূর্ণ নির্দেশ স্যাটের

কলকাতা: আদালতের দেওয়া তিন মাসের চূড়ান্ত সীমায় সময় পেরিয়ে গেলেও মহার্ঘ ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণ করতে পারেনি রাজ্য সরকার৷ আর তার জেরেই কর্মচারী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার মামলায় ফের রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলরাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট৷ একই সঙ্গে গ্রাহ্য হয়নি রাজ্যের মামলা পুনর্বিবেচনার আর্জি৷ আজ ছিল মহার্ঘভাতার সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি পর

DA মামলায় ফের ধাক্কা রাজ্যের, গুরুত্বপূর্ণ নির্দেশ স্যাটের

কলকাতা: আদালতের দেওয়া তিন মাসের চূড়ান্ত সীমায় সময় পেরিয়ে গেলেও মহার্ঘ ভাতা সংক্রান্ত নীতি নির্ধারণ করতে পারেনি রাজ্য সরকার৷ আর তার জেরেই কর্মচারী সংগঠনের দায়ের করা আদালত অবমাননার মামলায় ফের রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলরাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট৷ একই সঙ্গে গ্রাহ্য হয়নি রাজ্যের মামলা পুনর্বিবেচনার আর্জি৷

আজ ছিল মহার্ঘভাতার সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানি পর স্যাটের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যকে মামলাকারীদের আদালত অবমাননার আবেদনের প্রতিলিপি জমা করাতে হবে৷ একই সঙ্গে রাজ্য সরকারের রিভিউ পিটিশন গ্রহণ না হলেও কেন নির্দিষ্ট সময়ের মধ্যে তা দাখিল করা হয়নি, তার কারণ জানিয়ে নতুন করে আবেদন করতে বলা হয়েছে৷

এদিনের মামলার শুনানিতে ট্রাইব্যুনাল রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছে, রিভিউ পিটিশন এক মাসের মধ্যে দাখিল করতে হয়৷ কিন্তু তিন মাস পরে সেই পিটিশন দাখিল করা যাবে না৷ কেন এত বিলম্ব? সেকশন ৫ অনুযায়ী রাজ্যকে চার সপ্তাহের মধ্যে কারণ জানিয়ে রিউভ পিটিশন মামলাকারী ও স্যাটকে জানাতে হবে৷ তারপর আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি করবে স্যাটে৷

মামলা প্রসঙ্গে আইনজীবী সর্দার আমজাদ আলি বলেন, ‘‘গত ২৬ জুলাই ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছিল, তাতে তিন মাসের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে৷ কিন্তু, সেই সময় সীমা পেরিয়ে গেলেও তা কার্যকর হয়নি৷ স্যাটের রায় অনুযায়ী তা কার্যকর না হওয়ায় কনফেডারেশণ অব্ স্টেট গভঃএমপ্লয়িজ আদালত অবমাননা মামলা দায়ের করে৷ সেই সংক্রান্ত মামলায় আবেদনের শুনানি ছিল৷ সেখানে আদালত অবমাননার আবেদন সরকারকে আগামী চার সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে মামলাকারীদের৷ এবং চার সপ্তাহ এটা গ্রহণ করা হল কিনা সেটা বিবেচনা করে দেখা হবে৷’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘একই সঙ্গে স্যাটের রায় বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করে৷ আদালত প্রশ্ন তুলেছে, আইনত ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করতে হয়৷ কিন্তু তা অতিক্রান্ত হয়ে গেছে৷ সুতরাং তা নেওয়া যায় না৷ কিন্তু, কেন ওই সময়ের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা গেল না, তার কারণ জানিয়ে নতুন করে আবেদন করতে হবে৷ তখন আদালত বিবেচনা করবে রিভিউ পিটিশন আবেদন গ্রাহ্য হবে কি না৷ এমনকি, রিভিউ পিটিশনের মামলাকারীদের দিতে হবে৷ তারপর আদালত ঠিক করে দেবে কবে সেই রিভিউ পিটিশনের শুনানি কবে হবে৷’’

এবিষয়ে কনফেডারেশণ অব্ স্টেট গভঃএমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ ডিএ মামলায় আমাদের আদালত অবমানার পিটিশন সরকারকে দু সপ্তাহের মধ্যে সার্ভ করতে নির্দেশ দেয়৷ পরবর্তী মামলাটির শুনানি ০৯ ডিসেম্বর৷ দ্বিতীয় বিষয়: সরকারের রিভিউ পিটিশন আজ মাননীয় ট্রাইবুনাল গ্রান্ড করেননি। ট্রাইবুনাল সরকারকে মনে করিয়ে দেয়, রিভিউ পিটিশন ১ মাসের মধ্যে দাখিল করতে হয়।যা করা হয় নি। সেকসন ৫ মোতাবেক স্যাটে প্রে করে মামলা কারিদের কপি সার্ভ করতে হবে। ওই দিন ০৯ ডিসেম্বর তা শুনানির মাধ্যমে বিচার করা হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *