কমছে পুজোর ছুটি, একনজরে ২০১৯-এর ছুটির তালিকা

কলকাতা: নতুন বছর ২০১৯৷ শুরু নতুন পরিকল্পনা৷ নতুনের সঙ্গে এগিয়ে যাওয়া, স্বপ্ন পূরণের লক্ষ্যে৷ দু’চোখের নতুন স্বপ্ন নিয়ে এবার দেখেনিন, ২০১৯-এ কটা ছুটি রয়েছে ক্যালেন্ডারে৷ এবার দুর্গা পুজোয় ছুটি কম! শুধু তা নয় ২০১৯ সালে লম্বা ছুটির সংখ্যাও এবারের থেকে কম৷ তবে, দশটি এমন ‘সেকশানাল হলি ডে’ রয়েছে, একটু বুদ্ধি করে খরচ করলেই অবশ্য টানা ছুটি

কমছে পুজোর ছুটি, একনজরে ২০১৯-এর ছুটির তালিকা

কলকাতা: নতুন বছর ২০১৯৷ শুরু নতুন পরিকল্পনা৷ নতুনের সঙ্গে এগিয়ে যাওয়া, স্বপ্ন পূরণের লক্ষ্যে৷ দু’চোখের নতুন স্বপ্ন নিয়ে এবার দেখেনিন, ২০১৯-এ কটা ছুটি রয়েছে ক্যালেন্ডারে৷

এবার দুর্গা পুজোয় ছুটি কম! শুধু তা নয় ২০১৯ সালে লম্বা ছুটির সংখ্যাও এবারের থেকে কম৷ তবে, দশটি এমন ‘সেকশানাল হলি ডে’ রয়েছে, একটু বুদ্ধি করে খরচ করলেই অবশ্য টানা ছুটি উপভোগ করার সুযোগ থাকছে৷ কবে কবে ছুটি আছে তা এখন থেকেই জেনে নেওয়া জরুরি।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ছুটির তালিকায় সবচেয়ে বড় ধাক্কা দিতে চলেছে দুর্গা পুজো। সারা বছর ওই চারটে দিনের অপেক্ষায় বসে থাকা বাঙালি নতুন বছরের ক্যালেন্ডার হাতে পেলেই আগে পুজোর দিনটা দেখে নেয়। এবার সেটা করলে একটু হতাশ হওয়ার সম্ভবনা আছে। সরকারি, বে-সরকারি সব আফিসেই সপ্তমী থেকে পুজোর ছুটি পড়ে। এবার সেটা পড়েছে ৫ অক্টোবর শনিবার৷ অনেকের এমনই ছুটি থাকে৷ পরদিন অষ্টমী রবিবার৷ মানে দু’দিন ছুটির আশা ছাড়তেই হবে৷ তবে বছরের শেষের দিকে পুজোর ছুটি কিছুটা পুষিয়ে নেওয়া যেতে পারে৷ আর তার জন্য মার্চ ও অগাস্ট মাসকে পাখির চোখ করা জরুরি৷ মার্চের চার তারিখ মহা শিবরাত্রি। সেদিন ছুটি থাকলে আগের দুটো দিনও ছুটি পাওয়া যাবে৷ আবার ওই মাসেরই ২১ তারিখ হোলি৷ সেদিন বৃহস্পতিবার৷ মানে শুক্রবার ছুটি নিলেই হাতে চার দিন সময় পাওয়া যাচ্ছে৷ এবার আসুন অগাস্ট মাসে৷ ওই মাসের ১২ তারিখ সোমবার পড়েছে৷ সেদিন বখরি ইদ৷ শনিবার থেকে পরপর তিন দিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে৷ আর স্বাধীনতা দিবস পড়েছে বৃহস্পতিবার৷ তার মানে ওই সপ্তাহেও শুক্রবার একটা সিএল নিতে পারলে টানা চার দিন ছুটি!

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + sixteen =