নিয়োগ পরীক্ষায় বড়সড় পরিবর্তন PSC-র

কলকাতা: লাগাতার বিক্ষোভ, আন্দোলন ও দুর্নীতির অভিযোগ রুখতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ নিয়োগে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ বলে জানা গিয়েছে৷ পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, এবার থেকে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ তবে শুধুমাত্র মাল্টিপল চয়েস বেস পরীক্ষার ক্ষেত্রেই এই উত্তরপত্র প্রকাশ করা হবে বলে কমিশন

নিয়োগ পরীক্ষায় বড়সড় পরিবর্তন PSC-র

কলকাতা: লাগাতার বিক্ষোভ, আন্দোলন ও দুর্নীতির অভিযোগ রুখতে এবার বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ নিয়োগে স্বচ্ছতা আনতে নয়া উদ্যোগ বলে জানা গিয়েছে৷

পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, এবার থেকে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরপত্র কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে৷ তবে শুধুমাত্র মাল্টিপল চয়েস বেস পরীক্ষার ক্ষেত্রেই এই উত্তরপত্র প্রকাশ করা হবে বলে কমিশন সূত্র জানায় গিয়েছে৷

পিএসসি সূত্রে খবর, যদি কোনও পরীক্ষায় উত্তর নিয়ে দ্বিমত থাকে তাহলে উত্তরপত্র প্রকাশের সাত দিনের মধ্যে যোগাযোগ করতে পারবেন চাকরিপ্রার্থীরা৷ বিষয়টি মীমাংসা করতে উত্তরপত্রের দায়িত্বে থাকা বিশেষজ্ঞদের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে৷ সেখান থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কমিশন সূত্রে জানা গিয়েছে৷

শুধু উত্তরপত্র প্রকাশই নয়, অনেক সময় পিএসসির মাধ্যমে আবেদন করা চাকরিপ্রার্থীদের আবেদনপত্র কখনও কখনও বাতিল হয়ে যায়৷ কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যে প্রার্থীর আবেদন বাতিল হবে তার কারণ উল্লেখ করা হবে৷ সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীর আবেদন বাতিল হওয়ার কারণ ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে খবর৷ মূলত নিয়োগে স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান দেবাশিস বসু৷

পিএসসির নিয়োগের ক্ষেত্রে গত কয়েক বছরে একাধিক নিয়োগ পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এই নিয়ে দফায় দফায় আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ সম্প্রতি পিএসসির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷ এই বিক্ষোভের পর কমিশনের এই সিদ্ধান্ত কিছুটা হলেও আশার আলো দেখতে শুরু করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =