৮টি নিয়োগ পরীক্ষার সূচি ঘোষণা PSC-র, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের আগামী কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করল কমিশন৷ এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার দিনগুলি সম্ভাব্য৷ এই বিজ্ঞপ্তি পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে মূলত শিক্ষাবর্ষের পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আগাম দেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে, পরীক্ষাগুলির তারিখের বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কমিশন৷ তবে উল্লিখিত এই তারিখগুলি বজায় রাখার সর্বোত প্রচেষ্টা করবে কমিশন৷

0c918c050412e51a039ad047d71a94a8

৮টি নিয়োগ পরীক্ষার সূচি ঘোষণা PSC-র, জারি বিজ্ঞপ্তি

কলকাতা: পাবলিক সার্ভিস কমিশনের আগামী কয়েকটি পরীক্ষার সম্ভাব্য সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি পেশ করল কমিশন৷ এই বিজ্ঞপ্তিতে উল্লিখিত পরীক্ষার দিনগুলি সম্ভাব্য৷ এই বিজ্ঞপ্তি পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার্থে মূলত শিক্ষাবর্ষের পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আগাম দেওয়া হয়েছে৷

সেক্ষেত্রে, পরীক্ষাগুলির তারিখের বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কমিশন৷ তবে উল্লিখিত এই তারিখগুলি বজায় রাখার সর্বোত প্রচেষ্টা করবে কমিশন৷ তাসত্ত্বেও কোনো রকম সমস্যা দেখা দিলে কমিশন এর জন্য দায়ী থাকবে না৷ তবে সময় মত পরীক্ষার নির্দিষ্ট দিন কমিশনের ওয়েবসাইট এবং খবরের কাগজে জানানো হবে৷

১.পদ- ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার: পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২-১২-২০১৯৷

২.পদ- ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর: পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৯-১১-২০১৯৷

৩.পদ- ওয়ার্কার্স অ্যাকাউন্ট্যান্টস: পরীক্ষার সম্ভাব্য তারিখ ১১-০১-২০২০৷

৪.ক্লার্কশিপ পরীক্ষা: পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৫-০১-২০২০৷

৫.ডব্লিউ বি সি এস (ইএক্সই) ইত্যাদি পরীক্ষা, ২০২০ পরীক্ষার সম্ভাব্য তারিখ ০৯-০২-২০২০৷

৬.ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৯ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৬-০২-২০২০৷

৭.ডব্লিউ বি এ অ্যান্ড এ এস ১৮ মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২০-০২-২০২০ থেকে ২৬-০২-২০২০ পর্যন্ত৷ ২৩-০২-২০২০ কোনো পরীক্ষা হবেনা৷

৮.মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি),২০১৯ পরীক্ষার সম্ভাব্য তারিখ ০৮-০৩-২০২০৷

পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স অ্যাকাউন্ট্যান্টস পরীক্ষার সম্ভাব্য তারিখ ১১-০১-২০১৯ উল্লেখ করা ছিল যা সংশোধন করে ১১-০১-২০২০ করা হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *