কলকাতা, ডাকঘরে ‘লেটার রাইটার’-এর চাকরি। তাও চুক্তিতে। কিন্তু, চুক্তির মেয়াদ ফুরনোর আগেই সেই চাকরি বাতিল করা হয়। দুর্নীতির অভিযোগে। অভিযোগ অস্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অশোক নাথ। বিগত প্রায় ১৩ বছরে অন্তত ১০টি মামলায় লড়াই করে সেই তিনি জয় ছিনিয়ে এনেছেন কলকাতা হাইকোর্ট থেকে। শুধু তাই নয়, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছে, ডাকবিভাগ তাঁকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে। জরিমানা বাবদ তাদের দিতে হবে আরও এক লক্ষ টাকা। আর ক্ষতিপূরণের অঙ্কের উপর তিনি পাবেন ছয় শতাংশ হারে সুদ।
১৩ বছরে ১০টি মামলা লড়ে চাকরি ছিনিয়ে আনলেন ডাক কর্মী
কলকাতা, ডাকঘরে ‘লেটার রাইটার’-এর চাকরি। তাও চুক্তিতে। কিন্তু, চুক্তির মেয়াদ ফুরনোর আগেই সেই চাকরি বাতিল করা হয়। দুর্নীতির অভিযোগে। অভিযোগ অস্বীকার করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অশোক নাথ। বিগত প্রায় ১৩ বছরে অন্তত ১০টি মামলায় লড়াই করে সেই তিনি জয় ছিনিয়ে এনেছেন কলকাতা হাইকোর্ট থেকে। শুধু তাই নয়, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন