৫,২২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ডাক বিভাগ, দিতে হবে না পরীক্ষা

৫,২২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করছে ডাক বিভাগ, দিতে হবে না পরীক্ষা

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ করোনা আবহে বড়সড় নিয়োগ হতে চলেছে  ডাক বিভাগে৷ প্রায় ৫ হাজারের বেশি শূন্যপদে গ্রামীণ ডাক সহায়ক নিয়োগ করা হবে৷ যোগ্যতামান মাধ্যমিক৷ অনলাইন করা যাবে  আবেদন৷ আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর৷ ডাক বিভাগের ওয়েবসাইটে গ্রামীণ ডাক সহায়ক পদে নিয়োগের আবেদন করা করা যাবে৷

করোনা-কালে দেশের অর্থনীতির চাকা কার্যত থমকে৷ চাকরির বাজারেও তীব্র মন্দা৷ করোনা আবহে চাকরিপ্রার্থীদের সামনে বেশ কিছু সু্যোগ এনেছে দেওয়ার চেষ্টা শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে রেলমন্ত্রকের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা৷ অক্টোবরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক ও প্রবেশনারি অফিসার নিয়োগের পরীক্ষা হওয়ার কথা রয়েছে৷ দু’টি বড় নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশের পর ডাক বিভাগে ৫ হাজার ২২৫টি পদে নিয়োগ করতে চলছে কেন্দ্র৷ নতুন নিয়োগের খবরে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা৷

ডাক বিভাগের এই পদে চাকরির জন্য রয়েছে গুচ্ছ শর্ত৷ এই পদের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷ প্রার্থীকে আবশ্যিকভাবে সাইকেল চালাতে জানতে হবে৷ প্রয়োজন প্রাথমিক কম্পিউটার জ্ঞান৷ গ্রামীণ ডাক সহায়ক পদে ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার টাকা৷ এছাড়াও রয়েছে আনুষঙ্গিক একাধিক ভাতা৷ গ্রামীণ ডাক সহায়ক পদে নিয়োগের কোনও পরীক্ষা হবে না৷ মাধ্যমিকের রেজাল্ট ও বয়সের ভিত্তিতে কম্পিউটারে স্বয়ংক্রিয় মেধাতালিকা তৈরি হবে৷ বাড়তি ডিগ্রিধারী উচ্চশিক্ষিতরা বিশেষ সুবিধা পাবেন না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nine =